Wriddhiman Saha: ''ওঁরা ভাবে যে বাংলার ক্রিকেটাররা ভাল খেলতে পারে না'', বিস্ফোরক ঋদ্ধির নিশানায় কে?
Wriddhiman On KKR: কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদের (Sunriders Hayderabad) পর এবার গুজরাত টাইটান্সের (Gujrat Titans) হয়ে খেলছেন। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ইনিংস খেলেছেন গোটা আইপিএলেই।
কলকাতা: বাংলার ক্রিকেটারদের মধ্যে যারা যারা আইপিএলে খেলেছেন, তাঁদের মধ্যে অন্যতম ঋদ্ধিমান সাহা। কিন্তু আইপিএলের শুরুর দিকে কলকাতা নাইট রাইডার্সে খেললেও দীর্ঘদিন ধরে কেকেআরের হয়ে খেলছেন না। কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদের (Sunriders Hayderabad) পর এবার গুজরাত টাইটান্সের (Gujrat Titans) হয়ে খেলছেন। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ইনিংস খেলেছেন গোটা আইপিএলেই। দলকে চ্যাম্পিয়ন করতেও সাহায্য করেছেন। এবার কলকাতা নাইট রাইডার্সের ম্য়ানেজম্যান্টের দিকে আঙুল তুললেন ঋদ্ধি। সম্প্রতি নিজের রাজ্য দল বাংলার হয়েও না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এই নিয়ে বিতর্ক চলছেই। তার ওপর এবার নাইট ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলে ঋদ্ধি বললেন, ''হয়ত বাংলার ক্রিকেটারদের ওঁরা যোগ্য মনে করে না, তাই ওঁদের দলে নেয় না।"
দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল যে বাংলার ক্রিকেটাররা কেন ব্রাত্য নাইট রাইডার্সে। অনেকেই প্রশ্ন তুলছিলেন যেখানে তামিলনাড়ু থেকে মধ্যপ্রদেশে দেশের বিভিন্ন প্রান্তের প্লেয়াররা কেকেআরে সুযোগ পান, সেখানে কেন বাংলার প্লেয়াররা সুযোগ পান না কলকাতা শিবিরে। এক সাক্ষাৎকারে ঋদ্ধি বলছেন, ''আপনাকে বুঝতে হবে যে বাংলার ক্রিকেটারাও ভাল খেলতে পারে। আমার মনে হয় যে কেকেআরের টিম ম্য়ানেজমেন্ট ও স্কাউটের হয়ত মনে হয় যে বাংলার ক্রিকেটাররা ভাল খেলতে পারে না।''
ঋদ্ধি আরও বলেন, ''এটা কখনওই উচিত নয় যে আপনি শুধুমাত্র তরুণ ক্রিকেটারদের কিছুই বলবে না আর যাঁদের একটু বয়স হয়ে যাবে তাঁদেরই নিশানা করে বলবে যে আনফিট। আমার কাছে ভীষণ হাস্যকর এটা। বয়স কখনওই কারো জন্য বাধা হতে পারে বলে আমার মনে হয় না।''
গত আইপিএলে গুজরাত টাইটান্সের জার্সিতে ওপেনিংয়ে নেমেছিলেন ঋদ্ধি। প্রতি ম্যাচেই পাওয়ার প্লে-তে ঝড়ের গতিতে রান তুলেছেন। ১১ ইনিংসে ৩১৭ রান ঝুলিতে পুরেছেন। সঙ্গে রয়েছে ৩টি অর্ধশতরানও। উল্লেখ্য, আগামীকাল থেকে ঝড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জির নক আউটে খেলতে নামবে বাংলা। কিন্তু ঋদ্ধি যদিও খেলছেন না।