T20 World Cup: বিশ্বকাপে মাঠে নামার আগেই রোহিতদের হুঁশিয়ারি পাক তারকার
T20 WC: গত বারের মতো এ বারেও নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২৩ অক্টোবর মেলবোর্নে সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে।
লাহোর: আর মাত্র দুই সপ্তাহের অপেক্ষা। তারপরেই অজিভূমে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। গত বারের মতো এ বারেও নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২৩ অক্টোবর মেলবোর্নে সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। তবে ম্যাচের বেশ খানিকটা সময় বাকি থাকলেও, ভারতীয় ব্যাটারদের আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন পাকিস্তানের তারকা বোলার হ্যারিস রউফ।
পাক তারকার হুঁশিয়ারি
বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে এমিসিজির মাঠেই খেলেন হ্যারিস। সেই কথা মনে করিয়ে দিয়েই পাক বোলারের দাবি, 'আমি যদি নিজের সেরাটা দিতে পারি, তাহলে ওদের পক্ষে আমার বল খেলা সহজ হবে না। আসন্ন বিশ্বকাপের ম্যাচটি মেলবোর্নে অনুষ্ঠিত হওয়ায় আমি ভীষণ খুশি। আমি মেলবোর্ন স্টার্সের হয়ে খেলি, তাই ওটা আমার ঘরের মাঠ। ওখানের পরিবেশ সম্পর্কে কিন্তু আমার বিস্তর ধারণা রয়েছে। ভারতের বিরুদ্ধে ওই ম্য়াচে কেমনভাবে বল করব, সেই নিয়ে আমি ইতিমধ্যেই নিজের পরিকল্পনা তৈরি শুরু করে দিয়েছি।'
রউফের দাবি গত বিশ্বকাপে প্রথমবার ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে তিনি ভীষণ চাপে ছিলেন। তবে একবার সেই অভিজ্ঞতা হয়ে যাওয়ার পর এশিয়া কাপের সময় তাঁর আর তেমন চাপ অনুভূত হয়নি। 'ভারত ও পাকিস্তানের ম্যাচে সবসময়ই বাড়তি চাপ থাকে। গত বছরে বিশ্বকাপের ম্যাচের সময় আমিও ভীষণ চাপে ছিলাম বটে। তবে এশিয়া কাপের শেষ দুই ম্যাচে (ভারতের বিরুদ্ধে) আমি তেমন অনুভব করিনি। কারণ আমি যদি নিজের সেরাটা দিতে পারি, তাহলে সাফল্য আসতে বাধ্য।' দাবি ২৮ বছর বয়সি পাক বোলারের।
বিশ্বকাপের পুরস্কারমূল্য
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) আসর বসতে আর মাত্র দুই সপ্তাহ মতো বাকি। ইতিমধ্যেই বিশ্বকাপের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, ধীরে ধীরে চড়ছে উত্তেজনার পারদও। এরই মাঝে আইসিসির তরফে আসন্ন বিশ্বকাপের পুরস্কারমূল্য ঘোষণা করে দেওয়া হল। আজ, শুক্রবারই (৩০ সেপ্টেম্বর) আইসিসির তরফে বিশ্বকাপে কোন পর্যায়ে পৌঁছলে কোন দল কত টাকা (ICC T20 World Cup 2022 Prize Money) পাবে, তার পুরোটাই ঘোষণা করে দেওয়া হয়েছে।
বিশ্বকাপের পুরস্কার বাবদ আইসিসি মোট ৫.৬ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫.৬৬ কোটি টাকা) খরচ করতে চলেছে। এর মধ্যে বিশ্বকাপজয়ী দলই ১.৬ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৩ কোটি টাকা পুরস্কারমূল্য পাবে। ফাইনালে পরাজিত দলকে বিজয়ী দলের অর্ধেক অর্থাৎ প্রায় ৬.৫ কোটি টাকা মতো পুরস্কারমূল্য হিসাবে দেওয়া হবে। সেমিফাইনালে পৌঁছনো বাকি দুই দলকে দেওয়া হবে ৪ লক্ষ ডলার (প্রায় ৩.২৬কোটি টাকা) মতো। আর সুপার ১২ পর্যায়েই যে বাকি আটটি দল বিদায় নেবে, তাদের পুরস্কারমূল্য হিসাবে ৭০ হাজার ডলার (প্রায় ৫৭.০৯ লক্ষ টাকা) করে দেওয়া হবে। সুপার ১২-এর আগেই, প্রথম রাউন্ড থেকে বাদ পড়া চারটি দল পাবে ৪০ হাজার ডলার (প্রায় ৩৩.৬২লক্ষ টাকা) করে।
আরও পড়ুন: চোটের কবলে বুমরা, বদলি হিসাবে ভারতীয় দলে ডাক পেলেন সিরাজ