জার্সির কারণেই ইংল্যান্ডের কাছে ভারত হেরেছে: মেহবুবা মুফতি
চলতি বিশ্বকাপে ভারতের জয়ের রথ থামিয়ে দিয়েছে কমলা জার্সিই। কুসংস্কার মনে হলেও, মুফতির কাছে ভারতের হারের এক এবং একমাত্র কারণ এই জার্সিই।
শ্রীনগর: এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হারের কারণ কী? সংশ্লিষ্টমহলের অনেকে বলছেন, কুলচা জুটি সুপার ফ্লপ হওয়া, শুরুতে কেএল রাহুলের ফিরে যাওয়া এবং শেষের দিকে প্রয়োজন অনুযায়ী রানের গতি বাড়িয়ে ব্যাটিং না করতে পারা, এমন একাধিক কারণেই ম্যাচ হাতছাড়া হয়েছে ভারতের। তবে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সব ক্রিকেটীয় যুক্তির পথে না হেঁটে মনে করছেন, চলতি বিশ্বকাপে ভারতের জয়ের রথ থামিয়ে দিয়েছে কমলা জার্সিই। কুসংস্কার মনে হলেও, মুফতির কাছে ভারতের হারের এক এবং একমাত্র কারণ এই জার্সিই।
ট্যুইটে মেহবুবা মুফতি লিখেছেন, “আমাকে কুসংস্কারাচ্ছন্ন বলতেই পারেন, কিন্তু আমি বলবই, এই কমলা জার্সিই চলতি বিশ্বকাপে ভারতের জয়ের রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছে।”
Call me superstitious but I’d say it’s the jersey that ended India’s winning streak in the #ICCWorldCup2019.
— Mehbooba Mufti (@MehboobaMufti) June 30, 2019
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ‘হোম’ ও ‘এওয়ে’ নিয়ম অনুযায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত তাদের দ্বিতীয় পছন্দের জার্সি পরে খেলতে নামে। নীলের সঙ্গে এই জার্সিতে ছিল কমলা রঙের মিশ্রণ। মেহবুবা মুফতির দাবি, এই জার্সিই ভারতকে হারিয়ে দিয়েছে। অনেকে আবার এই জার্সির সঙ্গে রাজনীতিকেও জুড়ে দিয়েছে। জার্সি নিয়ে ট্যুইটের আগে, ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়ে আরও একটি ট্যুইট করেছিলেন মেহবুবা মুফতি। তিনি লিখেছিলেন, “পাকিস্তানের ক্রিকেট ফ্যানরা চাইছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতুক। অন্তত ক্রিকেটের কারণেই হোক, দুই দেশ এক তো হল।”
Pakistani cricket fans are rooting for India to win the match against England. Chalo kum say kum cricket ke bahaane, for a change both countries are on the same page.
— Mehbooba Mufti (@MehboobaMufti) June 30, 2019
দুই দেশের প্রার্থনার পরও ভারত এজবাস্টনে জিততে পারেনি। ব্রিটিশ দলের কাছে ৩১ রানে হেরেছে ভারত।