এক্সপ্লোর
Advertisement
রিও-তে বসে ১৯৯৮-এর কমনওয়েলথ গেমস মনে পড়ছে সচিনের, দেখা হবে না বোল্টের দৌড়
রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকের গেমস ভিলেজে গিয়ে ১৯৯৮ সালে মালয়েশিয়ার কুয়ালা লামপুরের কমনওয়েলথ গেমসের কথা মনে পড়ে যাচ্ছে সচিন তেন্ডুলকরের। সেবারের গেমসে ক্রিকেট অন্তর্ভূক্ত হয়েছিল। ভারতীয় দলের হয়ে খেলেছিলেন সচিন। অলিম্পিকে গিয়ে সেই কথাই মনে পড়ছে সচিনের।
শনিবার গেমস ভিলেজে যান সচিন। তিনি বলেছেন, ‘গেমস ভিলেজে প্রবেশ করার অবিশ্বাস্য অনুভূতি আবার ফিরে পেলাম। কমনওয়েলথ গেমসের সঙ্গে অলিম্পিকের তুলনা চলে না। অলিম্পিক অনেক বড় প্রতিযোগিতা। কিন্তু পরিবেশের মধ্যে কোনও পার্থক্য নেই।’
এবারের অলিম্পিকে ভারতীয় দলের শুভেচ্ছাদূত সচিন। তিনি এদিন ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে কথা বলেন, তাঁদের উৎসাহিত করেন। তিনি অ্যাথলিটদের বলেছেন, সারা দেশের শুভেচ্ছা তাঁদের সঙ্গে আছে। হকি সহ বিভিন্ন দলের তারকারা খেলা বা অনুশীলনে ব্যস্ত থাকায় সবার সঙ্গে অবশ্য দেখা হয়নি সচিনের। ভারত কতগুলি পদক পাবে সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি না হলেও, অনেকগুলি পদক আসবে বলেই আশা প্রকাশ করেছেন সচিন।
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তির প্রিয় খেলা টেনিস ও টেবল টেনিস। এছাড়া অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্ট দেখার জন্যও মুখিয়ে আছেন তিনি। তবে দু দিন পরেই রিও ছেড়ে চলে যাবেন সচিন। সেই কারণে উসেইন বোল্টের দৌড় দেখা হবে না। সেই কারণে তাঁর কিছুটা আফশোস রয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement