এক্সপ্লোর
Advertisement
আর্জেন্টিনার হয়ে রেকর্ড মেসির
হিউস্টন: কোপা আমেরিকায় মেসির স্বপ্নের দৌড়। বাতিস্তুতাতে টপকে ৫৫টি গোল করে আর্জেন্টিনার এখন সর্বোচ্চ স্কোরার লিওনেল মেসি। গতবার কোপা আমেরিকা জেতা হয়নি। এবার ছন্দে থাকা এলএম টেনের স্বপ্ন এবার কোপা জয়।
২০০২ সাল। জাতীয় দলের হয়ে ৫৪তম গোলটি করেন বাতিস্তুতা। আর্জেন্টিনায় তখন তিনিই মারাদোনা উত্তর যুগের একনম্বর সুপারস্টার। সেই একই সময় আর্জেন্টিনার থেকে কয়েকশো মাইল দূরে বার্সিলোনার অ্যাকাডেমি লা মাসিয়ায় একজন ক্ষুদে শিক্ষার্থী তখন তৈরি হচ্ছে ভবিষ্যতের জন্য। যার বয়স তখন ১৫ বছরও হয়নি। যাকে দেখে হাসি চওড়া হচ্ছিল অ্যাকাডেমি কর্তাদের।
১৪ বছর পর সেই লা মাসিয়ার ক্ষুদে ফুটবল শিক্ষার্থীর কাছেই ভাঙল গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড। আর্জেন্তেনীয় ফুটবলে ২২শে জুন বাতিগোল অতীত করে মেসিগোলকে নিয়ে উন্মাদনা।
২৪শে জুন ২৯ বছর পূর্ন করবেন লিওনেল মেসি। তার আগেই রেকর্ড আধুনিক ফুটবলের সুপারস্টারের। দেশের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড। হিউস্টনে কোপা আমেরিকায় আমেরিকার বিরুদ্ধে ম্যাচের তখন ৩২ মিনিট। বাঁ পায়ে ফ্রিকিক থেকে মেসির গোল। চোখধাঁধানো। জাতীয় দলের হয়ে ৫৫তম গোল। ১১২ ম্যাচে।
একনজরে দেখে নেব কোনবছর জাতীয় দলের হয়ে কেম পারফরম্যান্স মেসির।
জাতীয় দলের হয়ে মেসি-
সাল ম্যাচ গোল
২০০৫ ৫ ০
২০০৬ ৭ ২
২০০৭ ১৪ ৬
২০০৮ ৮ ২
২০০৯ ১০ ৩
২০১০ ১০ ২
২০১১ ১৩ ৪
২০১২ ৯ ১২
২০১৩ ৭ ৬
২০১৪ ১৪ ৮
২০১৫ ৮ ৪
২০১৬ ৭ ৬
টমাস মুলার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,ইব্রাহিমোভিচ। মেসির সমসাময়িক তারকারা যখন ইউরো কাপে গোলের রাস্তাই খুঁজে পারছেননা, তখন কোপা আমেরিকায় মেসি হ্যাটট্রিক করছেন। গোল করাচ্ছেন সতীর্থদের। গড়ছেন নতুন রেকর্ড। তবুও স্বপ্নের পেছনে দৌঁড়চ্ছেন। এল এম টেনের স্বপ্ন যে, জাতীয় দলের জার্সি গায়ে কোপা আমেরিকা জয়!
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement