এক্সপ্লোর
Advertisement
ক্রিকেটেও #MeToo, অর্জুন রণতুঙ্গা, লসিথ মালিঙ্গার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ
মুম্বই: হলিউড, বলিউড, সংবাদমাধ্যমের পর এবার #MeToo আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল ক্রিকেট জগতেও। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক তথা বর্তমানে পেট্রোলিয়াম সম্পদ উন্নয়ন মন্ত্রী অর্জুন রণতুঙ্গার বিরুদ্ধে মুম্বইয়ের একটি হোটেলে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন এক বিমানসেবিকা। শ্রীলঙ্কার তারকা পেসার লসিথ মালিঙ্গার বিরুদ্ধেও এক নাম প্রকাশে অনিচ্ছুক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ করেছেন গায়িকা চিন্ময়ী শ্রীপদ।
রণতুঙ্গার বিরুদ্ধে অভিযোগকারী মহিলা ফেসবুকে লিখেছেন, ‘আমার এক সহকর্মী মুম্বইয়ের হোটেল জুহু সেন্টুরের এলিভেটরে ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের দেখতে পেয়ে তাঁদের ঘরে গিয়ে অটোগ্রাফ নেওয়ার কথা বলে। ওর নিরাপত্তার কথা ভেবে আমি সঙ্গে যাই। আমাদের পানীয় (হয়তো মাদকমিশ্রিত) দেওয়া হয়। আমি সেই পানীয় না নিয়ে নিজের সঙ্গে থাকা জল খাই। ওরা সাতজন ছিল আর আমরা দু’জন। ওরা ঘরের দরজা বন্ধ করে দেয়। আমার ভয় লাগছিল বলে সহকর্মীকে নিজেদের ঘরে যাওয়ার কথা বলি। কিন্তু ও পুলের ধারে হাঁটার কথা বলে। তখন সময় সন্ধে সাতটা। আমরা নির্জন একটা জায়গায় হাঁটছিলাম। হঠাৎ দেখি ও নেই। এরপর রণতুঙ্গা সেখানে হাজির হয়ে আমাকে যৌন হেনস্থা করেন। আমি তাঁকে অনেক ভয় দেখাই। এরপর চিৎকার করে হোটেলের রিসেপশনে গিয়ে এই ঘটনার কথা জানাই। কিন্তু আমাকে বলা হয়, এটি ব্যক্তিগত বিষয়।’
চিন্ময়ী ফেসবুকে লিখেছেন, ‘মুম্বইয়ের হোটেলে এক মহিলা তাঁর বন্ধুর খোঁজে গিয়েছিলেন। সেখানে তাঁকে যৌন হেনস্থা করেন মালিঙ্গা। হোটেলের এক কর্মী ওই ঘরে যাওয়ার পর কোনওরকমে সেখান থেকে চলে যেতে সক্ষম হন ওই মহিলা।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement