MI vs RCB, Fantasy 11 Predictions: গতবারের চ্যাম্পিয়নদের সামনে কোহলিরা, কেমন হতে পারে দুই দলের একাদশ?
MI vs RCB, Fantasy 11 Team Prediction: আরসিবি-র হয়ে ওপেন করতে পারেন কোহলি ও দেবদত্ত পড়িক্কল। তারপর নামতে পারেন এ বি ডিভিলিয়ার্স।
চেন্নাই: একদল পাঁচবারের চ্যাম্পিয়ন। অন্য দলের কাছে এখনও আইপিএল ট্রফি অধরা। অথচ দলে তারকার অভাব নেই। বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি স্বয়ং খেলছেন। আজ চতুর্দশ আইপিএলের প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কারা হতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে কোহলির বাজি? মুম্বই-ই বা কাদের ওপর ভরসা রাখতে পারে, আসুন দেখে নেওয়া যাক।
ওপেনিং নিয়ে দোটানা থাকতে পারে মুম্বই থিঙ্ক ট্যাঙ্কের। অধিনায়ক রোহিত শর্মা ওপেন করবেনই। তাঁর সঙ্গী কে? কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার কুইন্ট ডি'কককে ওপেনোর হিসাবে খেলানো উচিত। কারও বাজি আবার ঈশান কিষাণ। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে যিনি দুরন্ত অভিষেক ঘটিয়েছেন। কুইন্টন ও রোহিত ওপেন করলে তিনে খেলতে পারেন ঈশান। চারে নামতে পারেন সূর্যকুমার যাদব। পাঁচে দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। তারপর কায়রন পোলার্ড, জেমস নিশাম বা নাথান কুল্টার নাইলের মধ্যে কোনও একজন। তারপর নামতে পারেন ক্রুণাল পাণ্ড্য, জয়ন্ত যাদব ও রাহুল চাহার দুই স্পিনার হিসাবে খেলতে পারেন। ট্রেন্ট বোল্ট ও যশপ্রীত বুমরার জায়গা পাকা।
আরসিবি-র হয়ে ওপেন করতে পারেন কোহলি ও দেবদত্ত পড়িক্কল। তারপর নামতে পারেন এ বি ডিভিলিয়ার্স।
সম্ভাব্য একাদশ:
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি'কক (উইকেটকিপার), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, কায়রন পোলার্ড, জেমস নিশাম, ক্রুণাল পাণ্ড্য, জয়ন্ত যাদব, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও যশপ্রীত বুমরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পড়িক্কল, এ বি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ আজহারউদ্দিন (উইকেটকিপার), ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।