এক্সপ্লোর
১,০০০ প্রতিভাবান অ্যাথলিটকে বছরে ৫ লক্ষ টাকা করে দেবে কেন্দ্র, ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: ১,০০০ প্রতিভাবান অ্যাথলিটকে বেছে নিয়ে তাঁদের অনুশীলনের জন্য বছরে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। এমনই জানালেন ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। মহিলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, বাছাই করা অ্যাথলিটদের আট বছর আর্থিক সাহায্য করবে কেন্দ্র। প্রতি বছরই প্রতিভাবান অ্যাথলিটদের চিহ্নিত করে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। তবে কোন মাপকাঠির ভিত্তিতে প্রতিভাবান অ্যাথলিটদের বেছে নেওয়া হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ক্রীড়ামন্ত্রী আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন পরেই ক্রীড়া মন্ত্রকের প্রতিভা অন্বেষণের পোর্টালের উদ্বোধন করবেন। হিন্দি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় পোর্টালটি অনুবাদ করা হচ্ছে। এর ফলে অ্যাথলিটরা উপকৃত হবেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















