এক্সপ্লোর
Advertisement
অশ্বিনকে হুমকি মিচেল স্টার্কের
নয়াদিল্লি: অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে চলতি টেস্ট সিরিজে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকযুদ্ধ চরম পর্যায়ে রয়েছে। এরইমধ্যে বাড়তি মাত্রা যোগ করলেন অসি পেসার মিচেল স্টার্ক।
বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় ভারত। ওই ম্যাচেই চোট পেয়ে দল থেকে ছিটকে যান মিচেল স্টার্ক। দেশেও ফিরতে হয়েছে এই অসি পেসারকে। কিন্তু তাঁর মন জুড়ে এখনও রয়েছে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজটাই। মাঠের বাইরেও ভারতকে খোঁচা দিতে বিন্দুমাত্র কসুর করছেন না তিনি। এবার ভারতের অফস্পিনার রবিচন্দ্রণ অশ্বিনকে নিশানা করলেন তিনি। স্টার্ক পরের সিরিজে অশ্বিনের মাথায় বাউন্সার মারার হুমকি দিয়েছেন।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার রান তাড়া করার সময় স্টার্ককে আউট করার পর অশ্বিন তাঁর হাতের আঙুল কপালে ঘষেছিলেন। খেলায় তো এমন ইঙ্গিত, বাক্যবিনিময় প্রায়শই হয়ে থাকে। বেঙ্গালুরুর কঠিন পিচে ১৮৮ রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল অসি ইনিংস। উইকেট সংগ্রহের উচ্ছ্বাস প্রকাশ করতেই ওই ইঙ্গিত করেছিলেন অশ্বিন।এর জবাবে স্টার্ক বলেছেন, ‘আমি অস্ট্রেলিয়ায় অশ্বিনের বিরুদ্ধে বল করতে মুখিয়ে রয়েছি। ওর পরামর্শ নেব এবং ওর ব্যাজে মারব’।
আসলে বেঙ্গালুরু টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে স্টার্কের একটি বল অভিনব মুকুন্দের ব্যাটে টপ এজ লেগে ওভার বাউন্ডারি হয়ে গিয়েছিল। তখন স্টার্ক কপালে আঙুল ঘষেছিলেন। স্টার্ককে আউট করে সেই ইঙ্গিতই ফেরত দিয়েছিলেন অশ্বিন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement