এক্সপ্লোর
Advertisement
পরনে শাড়ি, কপালে টিপ, মাথায় হেলমেট, ব্যাট হাতে একের পর এক শট মিতালি রাজের, ভিডিও ভাইরাল
ভারতের মহিলা ক্রিকেটার মিতালি রাজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মিতালিকে শাড়ি পরে ব্যাটিং করতে দেখা গিয়েছে। মিতালি এই ভিডিও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
নয়াদিল্লি: ভারতের মহিলা ক্রিকেটার মিতালি রাজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মিতালিকে শাড়ি পরে ব্যাটিং করতে দেখা গিয়েছে। মিতালি এই ভিডিও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
মিতালি ভিডিও শেয়ার করে লিখেছেন, প্রত্যেক শাড়িই আমার আপনার জানার থেকে অনেক বেশি কিছু বলে। তা মানিয়ে নেওয়ার কথা বলে না, তা আপনাকে অনন্য করে তোলে। এই নারী দিবসে অমূল্য কিছু শুরু করুন এবং সারা জগতকে দেখিয়ে দিন, আমরাও পারি। নিজের মতো করে জীবনযাপন শুরুর সময় এটা। মিতালির এই ভিডিও ইতিমধ্যেই কয়েকলক্ষ ভিউ হয়েছে। দর্শকরা ভিডিও-র উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এটি একটি প্রোমোশনাল ভিডিও। গত বছরই মিতালি টি ২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। মহিলাদের টি ২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ফাইনালে ওঠার জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন মিতালি। তিনি বলেছেন, ভারত ফাইনালে ওঠায় ভারতীয় হিসেবে তিনি উচ্ছ্বসিত। কিন্তু ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড দলের কষ্ট বুঝতে পারি। আমি কখন আমার দলকে এমন পরিস্থিতিতে দেখতে চাইব না। কিন্তু নিয়ম এটাই। অভিনন্দন মেয়েরা, এটাই বড় কথা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
জেলার
Advertisement