স্ত্রী, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন না শামি: ধোনি
নয়াদিল্লি: জাতীয় দলের সতীর্থ মহম্মদ শামির সমর্থনে এগিয়ে আসলেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর দাবি, শামি তাঁর স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না।
যতদিন যাচ্ছে, ততই জটিল হচ্ছে মহম্মদ শামি-হাসিন জাহান দাম্পত্য কলহ সংক্রান্ত বিতর্ক। যা নিয়ে সোমবার মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক। প্রসঙ্গত, ধোনির নেতৃত্বেই জাতীয় দলে অভিষেক ঘটেছিল শামির। এদিন সেই প্রেক্ষিতে মাহি জানিয়ে দেন, শামি তাঁর স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেই পারে না।
তিনি বলেন, আমি যতটুকু শামিকে চিনি, ও মানুষ হিসেবে দুর্দান্ত। ও স্ত্রী ও দেশ—কারও সঙ্গেই বিশ্বাসঘাতকতা করতে পারে না। আর যা ঘটছে, তা শামির ব্যক্তিগত বিষয়। আমি ওই নিয়ে মন্তব্য করতে চাই না।
গত সপ্তাহে শামির স্ত্রী হাসিন জাহান অভিযোগ করে বলেন, শামি যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, তাহলে দেশের সঙ্গেও করতে পারে। হাসিনের দাবি, দুবাইতে গিয়ে আলিশবা নামে এক পাকিস্তানি মহিলার থেকে টাকা নিয়েছে শামি। এই নিয়ে তাঁর কাছে প্রমাণ আছে বলেও দাবি করেন হাসিন।
শামির বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের পাশাশাশি একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক তৈরি করার অভিযোগও তোলেন হাসিন। এই প্রেক্ষিতে তিনি বিভিন্ন মহিলার সঙ্গে শামির অনলাইন চ্যাটের স্ক্রিনশট তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।