IPL 2024: হার্দিকের সঙ্গে দূরত্ব বেড়েছে? প্রাক্তন টাইটান্স অধিনায়কের দল ছাড়াকে পাত্তা দিতে নারাজ শামি
Shami On Hardik: হার্দিকের মুম্বই দলে যোগ দেওয়া ও তাঁকে অধিনায়ক করা রোহিতকে সরিয়ে যা অনেক মুম্বইয়ের সমর্থকই মেনে নিতে পারেননি। সোশ্যাল মিডিয়াতে এমআইয়ের ফলোয়ার্সের সংখ্যাও কমে গিয়েছিল।
আমদাবাদ: ২০২১ সালে প্রথমবারের আত্মপ্রকাশেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স (Gujrat Titans)। গত মরশুমেও ফাইনাল খেলেছিল দলটি। আর দুবারই দলের অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। যিনি আবার চলতি মরশুম শুরুর আগেই মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন। এমনকী রোহিত শর্মার পরিবর্তে হার্দিককেই দলের অধিনায়ক করেছে নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি। যা নিয়ে বিস্তর বিতর্কও হয়েছে। হার্দিকের মুম্বই দলে যোগ দেওয়া ও তাঁকে অধিনায়ক করা রোহিতকে সরিয়ে যা অনেক মুম্বইয়ের সমর্থকই মেনে নিতে পারেননি। সোশ্যাল মিডিয়াতে এমআইয়ের ফলোয়ার্সের সংখ্যাও কমে গিয়েছিল। এবার গুজরাত টাইটান্সের প্রাক্তন অধিনায়ককে নিয়ে মন্তব্য করলেন তাঁরই সতীর্থ মহম্মদ শামি। ভারতীয় দলের তারকা পেসারের মন্তব্য শুনে অনেকেই বলতে পারেন যে হার্দিকের সঙ্গে কি দূরত্ব বেড়েছে শামিরও। এক সাক্ষাৎকারে শামি বলেন, ''দলে কে থাকল, কে গেল, তা দিয়ে কিচ্ছু হয় না। দলের ভারসাম্য ঠিক থাকাটাই প্রয়োজন। কে চলে গেল, তাঁকে নিয়ে ভেবে কোনও লাভ নেই। হার্দিক আমাদের সঙ্গে ছিল। আমাদের দলের অধিনায়ক ছিল ও। দলকে দুবার ফাইনালেও নিয়ে গিয়েছে, তার মধ্যে একবার জিতেছি আমরা। তার মানে এই না যে গুজরাত সারাজীবনের জন্য হার্দিকের সঙ্গে চুক্তি করেছে। ও থাকবে না চলে যাবে এটা পুরোটাই ওর সিদ্ধান্ত ছিল। আর এটাই খেলার অংশ। প্লেয়াররা আসে, চলেও যায়।''
গুজরাত টাইটান্সে আগামী মরশুমে শুভমন গিলের নেতৃত্বে খেলবেন শামি। সেই প্রসঙ্গে তারকা পেসার বলেন, ''অধিনায়ক থাকলে নিজের সঙ্গে পারফরম্যান্সের দিকেও খেয়াল রাখতে হয়। বাড়তি কিছু চাপ নিতে হয়। নতুন মরশুমে শুভমনের ওপর থাকবে সে দায়িত্ব। চাপ লাগতে পারে। কিন্তু ওর চিন্তার কিছু নেই। সবাইকেই কম বেশি এই চাপ নিতে হয়।''
এদিকে, বিশ্বকাপের পর থেকে চোটের জন্য মাঠের বাইরে শামি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাব ভালভাবেই এগোচ্ছে। তারকা বোলার বলেন, 'আমার গোড়ালিতে হালকা ব্যথা রয়েছে তবে ঠিক আছে। আমি ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়ছি এবং আশা করছি ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ়েই প্রত্যাবর্তন ঘটাতে পারব।' শামি গত বছর অস্ট্রেলিয়া সিরিজ়ে শেষবার লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁকে ক্যারিবিয়ান সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল আর প্রোটিয়া সফরে চোট তাঁর বাধা হয়ে দাঁড়ায়। বহুদিন পরে তাঁকে আবার লাল বলে ক্রিকেটে খেলতে দেখা যাবে।