এক্সপ্লোর
বিহার-ঝাড়খণ্ড অঞ্চলে সর্বাধিক আয়করদাতা ধোনি

নয়াদিল্লি: ক্রিকেটের ময়দানে মহেন্দ্র সিংহ ধোনির দাপটের কথা সবাই জানেন। সেখাবে একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। এবার মাঠের বাইরেও একটা বড়সড় নজির গড়লেন তিনি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ২০১৭-১৮ অর্থবর্ষে তাঁর রাজ্যে সর্বোচ্চ করদাতা হলেন। ভারতের সীমিত ওভারের দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান গত অর্থবর্ষে ১২.১৭ কোটি টাকা আয়কর জমা দিয়েছেন। এই পরিমাণ বিহার-ঝাড়খণ্ড অঞ্চলে সবচেয়ে বেশি।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবর্ষে ধোনি ১০.৯৩ কোটি টাকা আয়কর জমা দিয়েছিলেন। তবে ওই অর্থবর্ষে তিনি সর্বাধিক আয়কর দাতা ছিলেন না। এবার আগের বছরের তুলনায় ১.২৪ কোটি টাকা জমা দিয়ে নজির গড়লেন মাহি।
ফোর্বসের তথ্য অনুযায়ী, সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির পর ভারতের তৃতীয় সর্বাধিক রোজগেরে ক্রিকেটার হলেন ধোনি। ওই ম্যাগাজিন ২০১৭-তে সর্বাধিক আয়ের নিরিখে তারকাদের তালিকায় রেখেছিল ধোনিতকে। আনুমানিক ৬৩.৭ কোটি টাকায় আয় নিয়ে তালিকার অষ্টম স্থানে রাখা হয়েছিল ধোনিকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























