এক্সপ্লোর
Advertisement
দেখুন: অনুশীলনে স্টেপ আউট করে মাহির মার
নয়াদিল্লি: ইনিংসের শেষ লগ্নে হয়ত আগের মতো ব্যাটে আর ঝড় তুলতে পারছেন না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। নিজের সেরা ফর্মে যে কোনও বোলিং লাইন আপই বিধ্বস্ত করে ছাড়তেন মাহি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁর ব্যাটে সেভাবে রান আসেনি। চতুর্থ একদিনের ম্যাচে শেষপর্যন্ত একটা চেষ্টা করেছিলেন ঠিকই, তবে সেই ইনিংসে চেনা ধোনিকে পাওয়া যায়নি। কিন্তু বলকে মাঠের বাইরে ফেলার ক্ষমতা এখনও অটুট ধোনির। সেই দক্ষতারই ঝলক দেখা গেল সিরিজের পঞ্চম একদিনের ম্যাচের আগে দলের অনুশীলনে। পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের পঞ্চম ম্যাচের আগের দিন সোমবার নোট বোলারদের বল স্টেপ আউট করে উড়িয়ে দিতে দেখা গেল মাহিকে। বোলারদের নতুন বল চাইতে হল।
নেটে ধোনির সেই বিধ্বংসী মেজাজের ভিডিও বিসিসিআই পোস্ট করেছে ইন্সটাগ্রামে। ক্যাপশনে লেখা-বু....ম।
এর আগে নেটে ধোনিকে লেগ স্পিনারের ভূমিকাতেও দেখা গেল। পোর্ট এলিজাবেথে স্পিনাররা সাহায্য পাবে বলেই অনুমান। এই অবস্থায় প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরের বোলিং মোকাবিলার অনুশীলনে ধোনি লেগ স্পিন বোলিং করলেন।
Time for some spin courtesy @mahi7781 #TeamIndia #SAvIND A post shared by Team India (@indiancricketteam) on
প্রথম তিনটি ম্যাচে জয়ের পর কেপটাউনে ভারত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরে গিয়েছে। আজ পোর্ট এলিজাবেথে ম্যাচ জিতলেই ছয় ম্যাচের সিরিজ পকেটে পুরে ফেলবে বিরাট কোহলি ব্রিগেড। এই মাঠে ভারত এর আগে চারটি একদিনের ম্যাচ খেলেছে। কিন্তু জয়ের খাতা শূন্য। কিন্তু সে সব অতীত রেকর্ডের কথা মাথায় রাখতে নারাজ মেন ইন ব্লু ব্রিগেড। জয়কেই পাখির চোখ করছে ভারত। এই ম্যাচ জিতলেই প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের সিরিজ জয়ের রেকর্ড গড়বে ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement