১০ হাজার রান পূর্ণ করতে চাই মাত্র ৯৫ রান, সচিনদের ছোঁয়ার অপেক্ষায় ধোনি
দুবাই: চলতি এশিয়া কাপ প্রতিযোগিতায় ইতিমধ্যেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। তাই আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচে বেশ কিছু পরিবর্তন করে পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারে টিম ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, ফাইনালের আগে কয়েকজনকে বিশ্রাম দিতে পারে দল। তবে, মহেন্দ্র সিংহ ধোনি চাইবেন না বিশ্রাম নিতে। কারণ, ব্যক্তিগত মাইলস্টোন থেকে সামান্য দূরেই রয়েছেন প্রাক্তন অধিনায়ক। একদিনের কেরিয়ারে ১০ হাজার রান থেকে মাত্র ৯৫ রান দূরে রয়েছেন মাহি। তিনি অবশ্যই চাইবেন মঙ্গলবারই সেই মাইলস্টোনে পৌঁছতে চাইবেন ধোনি। আর তেমনটা হলে, চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করবেন। বর্তমানে তালিকায় থাকা তিন ক্রিকেটার হলেন, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়। সেই এলিট ক্লাবে যুক্ত হবেন মাহি। এমনিতে দেশের হয়ে দ্বিতীয় সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা ভারতীয় ক্রিকেটার হলেন ধোনি। এখনও পর্যন্ত তাঁর আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ৫০৫। ৬৬৪ ম্যাচ নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন সচিন। ৫০৫ ম্যাচে মোট ১৬,২৬৮ রান করেছেন তিনি। এরমধ্যে রয়েছে ১৬টি শতরান ও ১০২টি অর্ধশতক। ৫০৫ ম্যাচের মধ্যে রয়েছে ৯০টি টেস্ট, ৩২২টি ওডিআই এবং ৯৩টি টি-২০। তবে, সম্প্রতি ধোনির ব্যাটিং ফর্ম নিয়ে বিভিন্ন দিক থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, ব্যাট হাতে মাহি তাঁর আগের ছায়া মাত্র। কিন্তু, উইকেটের পিছনে তাঁর সপ্রতিভতা এবং তীক্ষ্ণ নজর আজও প্রশ্নাতীত। যার সর্বশেষ উদাহরণ মিলেছে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেই। রবিবারের ম্যাচে ধোনিই অধিনায়ক রোহিত শর্মাকে রাজি করান ডিআরএস পদ্ধতি নিতে, যখন ফিল্ড-আম্পায়ার ইমাম-উল হকের বিরুদ্ধে ওঠা এলবিডব্লু-র আবেদন নাকচ করে দেন। ধোনির ওই সিদ্ধান্ত সেদিন প্রমাণ করে যে, উইকেটের পিছনে দাঁড়িয়ে তাঁর মতো বল-রিডিং কেউ করতে পারবেন না। মূলত, ওই উইকেট ভারতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এমনকী, মাঠে ধোনি-ই হলেন সেই ব্যক্তি, যাঁর কাছে সকল স্পিনাররা ম্যাচ চলাকালীন পরামর্শ চান।