দশ বছরের সেরা একদিনের ক্রিকেট দলের অধিনায়ক ধোনি, জানাল ICC
এই দশকের সেরা ওয়ান ডে দলটিতে ধোনি-সহ তিন ভারতীয় ক্রিকেটার রয়েছেন।
কলকাতা: এখন তিনি আর জাতীয় দলের অধিনায়ক নন। কিন্তু তাঁর ফেলে আসা অধিনায়কত্ব এখনও কথা বলে। দলের বিপদের সময়ে ব্যাট হাতে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়া দেওয়ালের মত মহেন্দ্র সিং ধোনির কথা ভুলে যাওয়া সম্ভব নয়। প্রবল চাপের মুখে মাথা ঠান্ডা রেখে লড়াই চালিয়ে যাওয়া ধোনি একটা মিথ। এখনও অধিনায়কত্বের দিক দিয়ে তিনি বিশেষজ্ঞদের প্রথম পছন্দ। আইসিসির দশকের সেরা ওয়ান ডে দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন তিনি। ক্যাপ্টেন হিসেবে তিনটি আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার নজির যাঁর দখলে রয়েছে, তাঁর হাতে নেতৃত্ব তুলে দেওয়াই আইসিসির চূড়ান্ত পছন্দ।
এই দশকের সেরা ওয়ান ডে দলটিতে ধোনি-সহ তিন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। দলের ওপেনার নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা, যিনি ৫০ ওভারের খেলায় তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। এবং অবশ্যই আছেন বিরাট কোহলি। তিন নম্বরে রয়েছেন তিনি। রোহিতের সঙ্গে দলের দ্বিতীয় ওপেনার হিসেবে বাছাই করা হয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ার অপর ক্রিকেটার মিচেল স্টার্ক রয়েছেন পেসার হিসেবে দলে থাকছেন।
রয়েছেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স। ব্যাটসম্যান হিসেবে চার নম্বর থাকছেন তিনি। আবার স্পিনার হিসেবে দলে ঠাঁই পেয়েছেন ইমরান তাহির। এছাড়া অল-রাউন্ডার হিসেবে বাংলাদেশের শাকিব আল হাসান জায়গা পেয়েছেন দলে। থাকছেন অপর অল-রাউন্ডার ইংল্যান্ডের বেন স্টোকস। পেস বিভাগে স্থান অর্জন করেছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও শ্রীলঙ্কার লসিথ মালিঙ্গা।
মোটের উপর আইসিসি বাছাই করা এ দশকের সেরা ওয়ান ডে দলটি দাঁড়াচ্ছে এই রকম- রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এ বি ডি ভিলিয়ার্স, শাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লসিথ মালিঙ্গা।
The ICC Men's ODI Team of the Decade:
🇮🇳 🇮🇳 🇮🇳
🇦🇺 🇦🇺
🇿🇦 🇿🇦
🇧🇩
🏴
🇳🇿
🇱🇰 #ICCAwards pic.twitter.com/MueFAfS7sK