এক্সপ্লোর
Advertisement
৩৯ তম জন্মদিনে ধোনির কেরিয়ারে কিছু অনন্য রেকর্ড ও পরিসংখ্যান
ভারতের ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর নেতৃত্বে ভারত সমস্ত আইসিসি ট্রফি জিতেছে। আজ ৩৯ বছরে পা দিলেন তিনি। জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর কিছু অন্যন্য রেকর্ড ও পরিসংখ্যান:
নয়াদিল্লি: ভারতের ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর নেতৃত্বে ভারত গুরুত্বপূর্ণ সব আইসিসি ট্রফি জিতেছে। আজ ৩৯ বছরে পা দিলেন তিনি। জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর কিছু অনন্য রেকর্ড ও পরিসংখ্যান:
এমএস ধোনি: দ্য হার্ড হিটার
একদিনের ক্রিকেটে ভারতের প্রথম ও বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ২০০ ওভারবাউন্ডারির নজির রয়েছে ধোনির।
সব কটি আইসিসি ট্রফি জয়ী ধোনি
ক্রিকেট ইতিহাসে একমাত্র অধিনায়ক হিসেবে ধোনি আইসিসি-র সমস্ত ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছেন। তাঁর অধিনায়কত্বে ভারত ২০০৭-এ আইসিসি টি ২০ বিশ্বকাপে জয়ী হয়। ২০১০ ও ২০১৬-তে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১১-তে একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয় ভারত। ২০১৩-তে ধোনির অধিনায়কত্বে ভারত জেতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
উইকেটরক্ষক হিসেবে ধোনি
একদিনের ক্রিকেট কেরিয়ারে সবচেয়ে বেশি স্টাম্পিং (১২০)-এর রেকর্ড রয়েছে ধোনির।প্রথম ভারতীয় উইকেটরক্ষক ও বিশ্বের চতুর্থ উইকেটরক্ষক হিসেবে একদিনের ক্রিকেটে ৩০০ ক্যাচের কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
উইকেটরক্ষক হিসেবে টি ২০ ক্রিকেটে সবচেয়ে বেশি (৮৭) আউটের ক্ষেত্রে অবদান রেখেছেন তিনি। টি ২০-তে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ক্যাচের (৫৪) রেকর্ডও তাঁর দখলে।
টেস্ট ক্রিকেটে কেরিয়ারে ২৯৪ আউট করে ভারতীয় উইকেটরক্ষকদের তালিকায় সবার ওপরে রয়েছেন মাহি।
টেস্ট অধিনায়ক হিসেবে ধোনি
ধোনির অধিনায়কত্বে ভারত আইসিসি-র টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবার ২০০৯-এ শীর্ষে পৌঁছয় ভারত।তাঁর নেতৃত্বে ভারত জিতেছে ২৭ টেস্টে। এই নিরিখে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক ধোনি। তাঁর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারত ২১ টেস্টে জয়ী হয়েছিল।
ধোনির রানের পরিসংখ্যান
একদিনের ক্রিকেটে ছয় নম্বরে ব্যাট করে সবচেয়ে বেশি রান (৪০৩১)। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০৫-এ অপরাজিত ১৮৩ রানের ইনিংস একদিনের ক্রিকেটে কোনও উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ।
কেরিয়ারে ৯০ টেস্ট খেলেছেন ধোনি। ১৪৪ ইনিংসে তাঁর মোট রান ৪,৮৭৬। টেস্টে তাঁর ব্যাটিং গড় ৩৮। রয়েছে ৬ টি সেঞ্চুরি ও ৩৩ হাফসেঞ্চুরি।
৯৮ টি ২০ ম্যাচে ৩৭.৬ গড়ে দুটি হাফসেঞ্চুরি সহ তাঁর মোট রান ১৬১৭।
একাধিক পুরস্কার পেয়েছেন ধোনি
২০০৮ ও ২০০৯-এ আইসিসি আইসিসি প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি (প্রথম খেলোয়াড় হিসেবে দুইবার এই পুরস্কার পেয়েছিলেন)। ২০০৭-এ তিনি পেয়েছিলেন রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার। ২০০৯-এ পদ্মশ্রী, ২০১৮-তে পদ্মভূষণ পুরস্কার পান তিনি। ২০০৯,২০১০ ও ২০১৩-তে আইসিসি বিশ্ব টেস্ট একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। আইসিসি-র বিশ্ব একাদশে রেকর্ড আটবার (অধিনায়ক হিসেবে পাঁচবার) নির্বাচিত হয়েছিলেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
খবর
খবর
Advertisement