এক্সপ্লোর
নতুন ‘রেড বিস্ট’ গাড়ির চালকের আসনে দেখা গেল ধোনিকে
গাড়ির প্রতি ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহর আকর্ষণের কথা কারুর অজানা নয়।

রাঁচি: গাড়ির প্রতি ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহর আকর্ষণের কথা কারুর অজানা নয়। চার চাকা গাড়ি সম্পর্কে তাঁর দুর্বলতাও সবার জানা। এরইমধ্যে তাঁর গ্যারাজে রয়েছে ফেরারি ৫৯৯ জিটিও, হামার এইচ ২, জিএসি সিয়েরার মতো গাড়ি। এর পাশাপাশি রয়েছে কাওয়াসাকি নিনজা এইচ২, কনফেডারেট হেলক্যাট, বিএসএ, সুজুকি হায়াবুশার মতো বাইকও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে চলতি সিরিজে ভারতীয় স্কোয়াডে নেই ধোনি। এরপরও অবশ্য তাঁকে নিয়ে আলোচনা থেমে নেই। এরইমধ্যে ৩৮ বছরের ধোনিকে নতুন একটি গাড়ির চালকের আসনে দেখা গেল। নতুন টকটকে লাল রঙের এই গাড়ির প্রথম ঝলক গতমাসেই দেখিয়েছিলেন ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘বাড়িতে স্বাগত রেড বিস্ট। মাহি তোমার খেলনা ইতিমধ্যেই এখানে। তোমাকে মিস করছি’।
এই গাড়ির দাম ভারতে ৮০-৯০ লক্ষ টাকা বলে খবর। সাক্ষী ধোনি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। সম্প্রতি তাঁর স্বামী সম্পর্কে এক অনুরাগীর প্রশ্নের বেশ বুদ্ধিদীপ্ত জবাব দিয়েছিলেন। ধোনির অবসর সংক্রান্ত জল্পনার প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, ‘একেই বলে গুজব’।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















