(Source: ECI/ABP News/ABP Majha)
Dhoni on Tree Plantation: গাছ লাগান, অরণ্য বাঁচান, পরিবেশরক্ষার বার্তা ধোনির
মিনা বাগ নামক একটি ভিলাতে ছিলেন ধোনি ও তাঁর সঙ্গীরা। ফেরার আগে সেই মিনা বাগের বাতিল কাঠের ওপর বৃক্ষরোপনের বার্তা-সহ আবেদন লিখে এলেন ধোনি।
সিমলা: ছুটির মেজাজে মহেন্দ্র সিংহ ধোনি। স্ত্রী সাক্ষী, মেয়ে জীভা আর ককেয়কজন বন্ধুবান্ধবকে নিয়ে ছুটি কাটাতে সিমলা গিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
ক্রিকেট থেকে অনেক দূরে৷ সিমলায় প্রকৃতির মাঝে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি ৷ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বেশ কয়েক মাস হল ৷ আইপিএলে অবশ্য এখনও খেলা চালিয়ে যাচ্ছেন এমএসডি ৷ গত মরসুমে তাঁর নেতৃত্বে চেন্নাই সুপার কিংস মুখ থুবড়ে পড়েছিল। তবে এবার ফের ভেল্কি দেখাতে শুরু করেছেন ক্যাপ্টেন কুল। করোনার ধাক্কায় আইপিএল অর্ধসমাপ্ত অবস্থায় বন্ধ হয়ে যাওয়ার সময় পয়েন্ট টেবিলে ওপরের দিকেই ছিল সিএসকে। ফের স্বমহিমায় ক্যাপ্টেন কুল।
অবসর নেওয়ার পর ধোনি তাঁর পরিবারকে পুরোপুরি সময় দিচ্ছেন ধোনি। তবে তিনি বরাবর সামনে থেকে নেতৃত্ব দেন। উদাহরণ তৈরি করেন। বেড়ানোর মাঝেও যা করে দেখালেন ধোনি। সবুজ রক্ষা করার ও গাছ বসানোর জন্য বার্তা দিলেন ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ ও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক।
মিনা বাগ নামক একটি ভিলাতে ছিলেন ধোনি ও তাঁর সঙ্গীরা। ফেরার আগে সেই মিনা বাগের বাতিল কাঠের ওপর বৃক্ষরোপনের বার্তা-সহ আবেদন লিখে এলেন ধোনি।
হিমাচল প্রদেশের রত্নারি নামক জায়গায় অবস্থিত এই মিনা বাগ। কয়েকদিন আগে সেই মিনা বাগের ইনস্টাগ্রামে ধোনির কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে ধোনিকে জঙ্গলে ঘুরতে দেখা যায়। তারপর ফের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে মিনা বাগের তরফে। তারই একটিতে লেখা হয়েছে, 'আমরা তো ক্লান্তিকর উক্তি আওড়ে যাই। তবে তাতেই স্বাক্ষর করে দিয়েছেন ধোনি।'
সেখানে একটি কাঠের ওপর হলুদ কালিতে লেখা রয়েছে, 'গাছ বসান, অরণ্য বাঁচান'। তাতেই স্বাক্ষর রয়েছে ধোনির। তবে যাতে কাঠের ওপর এরকম বার্তায় কোনও ভুল ইঙ্গিত না পৌঁছয়, সেই জন্য মিনা বাগের তরফে জানানো হয়েছে, এগুলি চেরাই কারখানা থেকে ফেলে দেওয়া অপ্রয়োজনীয় কাঠ। তাতেই জঙ্গল বাঁচানোর বার্তা দেওয়া হয়েছে।
৭ মাস পরে গোল কাভানির, কোপার শেষ আটে উরুগুয়ে ও প্যারাগুয়ে