এক্সপ্লোর
সেনাবাহিনীতে কাজ শুরু করলেন ধোনি , ছবি ভাইরাল
ভারতীয় সেনাবাহিনীতে তাঁর কর্তব্য পালন শুরু করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। এরইমধ্যে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ওই ছবিতে তাঁকে একটি ক্রিকেট ব্যাটে স্বাক্ষর করতে দেখা গিয়েছে। ভারতীয় দলের হয়ে খেলার থেকে বিরতি নিয়ে ধোনি তাঁর ১০৬ টিএ ব্যাটেলিয়ন (প্যারা)-এ আগামী ১৫ আগস্ট পর্যন্ত থাকবেন এবং বাহিনীর হয়ে তাঁর কর্তব্য পালন করবেন। সেনা আধিকারিকরা এ কথা জানিয়েছেন।

নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীতে তাঁর কর্তব্য পালন শুরু করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। এরইমধ্যে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ওই ছবিতে তাঁকে একটি ক্রিকেট ব্যাটে স্বাক্ষর করতে দেখা গিয়েছে।
ভারতীয় দলের হয়ে খেলার থেকে বিরতি নিয়ে ধোনি তাঁর ১০৬ টিএ ব্যাটেলিয়ন (প্যারা)-এ আগামী ১৫ আগস্ট পর্যন্ত থাকবেন এবং বাহিনীর হয়ে তাঁর কর্তব্য পালন করবেন। সেনা আধিকারিকরা এ কথা জানিয়েছেন। সেনার এক আধিকারিক বলেছেন, লেফটেন্যান্ট কর্নেল ধোনি পৌঁছেছেন এবং তাঁর ইউনিটে যোগ দিয়েছেন। ভিক্টর ফোর্সের অঙ্গ হিসেবে ওই ইউনিট দক্ষিণ কাশ্মীরে মোতায়েন রয়েছে। ২০১১-তে ধোনিকে সাম্মানিক ওই পদমর্যাদা দেওয়া হয়েছে। পাঁচবার প্যারাশ্যুট প্রশিক্ষণ জাম্প সম্পূর্ণ করে তিনি এখন প্যারাট্রুপার হিসেবে যোগ্যতা অর্জন করেছেন। নিজের ইউনিটে থাকার সময় ধোনির নিরাপত্তা নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢেলেছেন সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেছেন, ভারতের কোনও নাগরিক যখন সেনার উর্দি পরতে চান, তখন তাঁকে সেই উর্দির দায়দায়িত্ব পূরণের জন্য প্রস্তুত থাকতে হয়। ধোনি তাঁর প্রাথমিক প্রশিক্ষণ নিয়েছেন এবং আমরা জানি যে, তিনি তাঁর দায়িত্ব পালনে সক্ষম।Here comes the 1st exclusive picture of #LtColonelDHONI From Srinager. ????❤️ pic.twitter.com/gbZtqyQETJ
— DHONIsm™ ❤️ (@DHONIism) August 1, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















