এক্সপ্লোর
ব্যর্থ উথাপ্পা-কার্তিকের লড়াই, মুম্বইয়ের বিরুদ্ধে ১৩ রানে হার কলকাতার

ছবি সৌজন্যে ট্যুইটার
মুম্বই: আইপিএল-এর সুপার সানডের প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৩ রানে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। রবিন উথাপ্পা (৫৪), অধিনায়ক দীনেশ কার্তিক (অপরাজিত ৩৬) ও নীতীশ রানার (৩১) লড়াই ব্যর্থ হয়ে গেল। মুম্বইয়ের ৪ উইকেটে ১৮১ রানের জবাবে ৬ উইকেটে ১৬৮ রান করল কেকেআর। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কার্তিক। এই ম্যাচে কেকেআর দলে দু’টি বদল হয়। রিঙ্কু সিংহের বদলে দলে আসেন নীতীশ। চোট পাওয়ায় শিবম মাভিও খেলতে পারেননি। তাঁর বদলে খেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। মুম্বই দলে কোনও বদল হয়নি। মুম্বইয়ের হয়ে ওপেনার সূর্যকুমার যাদব (৫৯), ওভিন লিউইস (৪৩) ও হার্দিক পাণ্ড্য (অপরাজিত ৩৫) ভাল ব্যাটিং করেন। সুনীল নারিন ও আন্দ্রে রাসেল দু’টি করে উইকেট নেন। কেকেআর-এর হয়ে উথাপ্পা, কার্তিক ও নীতীশ ছাড়া আর কেউ রান পাননি। হার্দিক দু’টি উইকেট নেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















