IPL 2025: মুম্বই ইন্ডিয়ন্স তারকাকে আইনি নোটিস পাকিস্তান ক্রিকেট বোর্ডের
Corbin Bosch : চলতি বছরেই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয় তাঁর।

মুম্বই : IPL সূচির সময়েই শিডিউল রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কাজেই, কিছু টানাপোড়েনের সম্ভাবনা রয়েছে। কারণ, অনেক ক্রিকেটারকেই এই দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে বেছে নিতে হবে। তবে, অধিকাংশেরই পছন্দের আইপিএল। কারণ, বেশি টাকা, প্রভাবও বেশি এই লিগের। সম্প্রতি লিজ্জাড উইলিয়ামস চোট পাওয়ায় তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার কর্বিন বচকে ডেকে পাঠানো হয়। আর সুযোগ পেয়ে তাই দেরি করেননি বচ। ৫ বার আইপিএল জয়ী মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিতে পাকিস্তান সুপার লিগের চুক্তিতে না করেন করেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। যা নিয়ে একদম নাখুশ পাকিস্তান ক্রিকেট। এই পরিস্থিতিতে চুক্তি ভাঙার অভিযোগে বচকে আইনি নোটিস পাঠাল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
চলতি বছরেই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয় তাঁর। পাকিস্তান সুপার লিগের ১০তম সংস্করণে ডায়ামন্ড ক্যাটেগরিতে তাঁকে নেয় পেশওয়ার জালমি। এদিকে এ মাসের গোড়ায় এমআই ঘোষণা করে, তারা লিজ্জাড উইলিয়ামসের জায়গায় বচকে বেছে নিয়েছে।
এজেন্টের মাধ্যমে বচকে আইনি নোটিস পাঠানো হয়েছে। পেশাগত চুক্তি ভাঙার কারণ কী, তা নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁর কাছ থেকে জবাব চাওয়া হয়েছে।
২০১৬ সালে পাকিস্তান সুপার লিগ শুরু হয়। তারপর থেকে এই প্রথমবার আইপিএলের সঙ্গে পিএসএলের সময়সূচিও প্রায় সমসাময়িক। বেশ কয়েকটি ম্যাচের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এবার পিসিবিকে ফ্রেব্রুয়ারি-মার্চের পরিবর্তের পিএসএলের সূচি এপ্রিল-মে-তে নিয়ে যাওয়া হয়েছে। বচ-সহ বেশকিছু বিদেশি ক্রিকেটার যাঁদের আইপিএল নিলামে সই করানো হয়নি, তাঁরা পরে পিএসএলে সই করেন।
আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন দল। যদিও গত আইপিএলে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এবার হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর লড়াই তাদের। টুর্নামেন্ট শুরুর আগে বড় চমক দিল নীতা ও মুকেশ অম্বানির দল।
দলের কোচ হিসাবে বলিউডের এক অভিনেতাকে যুক্ত করল মুম্বই ইন্ডিয়ান্স। কে সেই অভিনেতা? জ্যাকি শ্রফ (Jackie Shroff)। মুম্বই ইন্ডিয়ান্সের 'স্পিরিট কোচ' হিসাবে যোগ দিলেন তিনি। একটি বিবৃতি দিয়ে যা ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্টও করেছে। সেখানে জ্যাকিকে দেখা যাচ্ছে, হার্দিক, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, তিলক বর্মাদের উৎসাহ দিচ্ছেন জ্যাকি। আর সেটা দিচ্ছেন মুম্বইয়ের চলতি ভাষায়। মুম্বই ইন্ডিয়ান্স থেকে বলা হচ্ছে, বম্বাইয়া সোয়্যাগ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
