এক্সপ্লোর
Advertisement
মুম্বই স্কুল ক্রিকেটে আজব ঘটনা, খাতাই খুলতে পারেনি কোনও ব্যাটসম্যান, সাত রানে অল আউট দল!
ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। খেলার পরতে পরতে জড়িয়ে থাকে তীব্র উত্তেজনা। ক্রিকেটের ইতিহাসে এমন সব স্মৃতি রয়েছে, যা দর্শকদের মনে অমলিন। মুম্বই গতকাল বুধবার একটি ম্যাচে এমন একটা অদ্ভূত ঘটনা ঘটল, যা মুম্বইয়ের আন্তঃবিদ্যালয় হ্যারিস শিল্ড টুর্নামেন্টের ইতিহাসে একেবারেই বিরল।
মুম্বই: ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। খেলার পরতে পরতে জড়িয়ে থাকে তীব্র উত্তেজনা। ক্রিকেটের ইতিহাসে এমন সব স্মৃতি রয়েছে, যা দর্শকদের মনে অমলিন। মুম্বই গতকাল বুধবার একটি ম্যাচে এমন একটা অদ্ভূত ঘটনা ঘটল, যা মুম্বইয়ের আন্তঃবিদ্যালয় হ্যারিস শিল্ড টুর্নামেন্টের ইতিহাসে একেবারেই বিরল।
বোরিভলির স্বামী বিবেকানন্দ স্কুলের বিরুদ্দে ম্যাচে লজ্জার নজির গড়ল আন্ধেরির চিলড্রেন ওয়েলফেয়ার। প্রথম রাউন্ডের একটি ম্যাচে পুরো দল আউট হয়ে গেল মাত্র সাত রানে। আর সবচেয়ে বিস্ময়কর যে, দলের ১০ ব্যাটসম্যানের কেউ খাতা খুলতে পারেনি। আর অপরাজিত ব্যাটসম্যানও কোনও রান করতে পারেনি। সাতটি অতিরিক্ত রানের সুবাদে চিলড্রেন ওয়েলফেয়ার স্কুলের স্কোরবোর্ড একেবারে ফাঁকা থাকেনি। দলের সাত রানই এসেছে অতিরিক্ত থেকে।
এর আগে ৩ উইকেটে ৭৬১ রান করেছিল স্বামী বিবেকানন্দ স্কুল। তাদের মীত মায়েকর ১৩৪ বলে ৩৩৮ রান করে অপরাজিত থেকে যায়। এরপর অলোক পল তিন ওভার বল করে বিপক্ষের ছয় উইকেট তুলে নেয়। নির্ধারিত সময়ের মধ্যে ৪৫ ওভারের কোটা পূর্ণ করতে না পারায় চিলড্রেন ওয়েলফেয়ারকে ১৫৬ রান জরিমানাও করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মুম্বই স্কুল ক্রিকেটে এ ধরনের ঘটনা এর আগে কখনও হয়নি। ম্যাচের পর পরাজিত প্রতিপক্ষের প্রতি সহানুভূতি জানিয়েছেন স্বামী বিবেকানন্দ স্কুলের কোচ মহেশ লোলিতকর। তিনি বলেছেন, আমার মনে হয়, আমাদের ব্যাটিং ওদের মানসিকভাবে পর্যুদস্ত করে দেয়।আমরা এর আগে কোনও কোনও দলকে ৬০-৭০ রানে অল আউট করেছি। কিন্তু এমনটা এর আগে ঘটেনি।In a Harris Shield match in Mumbai, one batsman made 338 from 118 balls whereas the other school team got bowled out for 7, thanks to 7 extras.???? PIc: Mumbai Mirror pic.twitter.com/uGteiws9Bg
— Moulin (@Moulinparikh) November 21, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বিজ্ঞান
জেলার
খবর
Advertisement