Ranji Trophy 2022 Final: মধ্যপ্রদেশের স্বপ্নভঙ্গ করার মরিয়া চেষ্টা মুম্বইয়ের, শেষ দিন থ্রিলারের অপেক্ষা
BCCI Domestic: রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনাল জমিয়ে দেওয়ার মরিয়া লড়াই শুরু করেছে মুম্বই। শনিবার, ম্যাচের চতুর্থ দিনের শেষে মধ্যপ্রদেশের চেয়ে আর ৪৯ রানে পিছিয়ে রয়েছে মুম্বই।
![Ranji Trophy 2022 Final: মধ্যপ্রদেশের স্বপ্নভঙ্গ করার মরিয়া চেষ্টা মুম্বইয়ের, শেষ দিন থ্রিলারের অপেক্ষা Mumbai vs Madhya Pradesh Live Score, Ranji Trophy 2022 Final: Mumbai fighting back in search of miracle Ranji Trophy 2022 Final: মধ্যপ্রদেশের স্বপ্নভঙ্গ করার মরিয়া চেষ্টা মুম্বইয়ের, শেষ দিন থ্রিলারের অপেক্ষা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/25/6c0edc731a5b03575c131370f4b89cb6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: বড় রানের লিড নিয়েছে মধ্যপ্রদেশ (Mumbai vs MP)। মোটামুটিভাবে সকলে ধরেই নিয়েছেন যে, চন্দ্রকান্ত পণ্ডিতের (Chandrakanth Pandit) প্রশিক্ষণে প্রথমবারের জন্য রঞ্জি ট্রফি ঘরে তুলতে চলেছে রজত পতিদাররা। কিন্তু প্রতিপক্ষের নাম যখন ৪১ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই, তখন পাল্টা লড়াই হবে না, তাও আবার হয় নাকি!
রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনাল জমিয়ে দেওয়ার মরিয়া লড়াই শুরু করেছে মুম্বই। শনিবার, ম্যাচের চতুর্থ দিনের শেষে মধ্যপ্রদেশের চেয়ে আর ৪৯ রানে পিছিয়ে রয়েছে মুম্বই। দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর ২২ ওভারে ১১৩/২। রবিবার ম্যাচের শেষ দিন। যে গতিতে রান তুলছে মুম্বই, তাতে ওয়ান ডে ক্রিকেটের ভঙ্গিতে ব্যাট করে শ দেড়েক রানের লিড নিতে পারলে শেষ মুহূর্তে মধ্যপ্রদেশ ব্যাটারদের পরীক্ষা দিতে হবে না কে বলতে পারে!
চতুর্থ দিনের শেষে ক্রিজে রয়েছেন আরমান জাফর (৩৪ বলে ৩০ রান) এবং সুদেভ পার্কার (১৪ বলে ৯ রান)। তবে আলো কম থাকার কারণে সময়ের আগেই এ দিন খেলা শেষ করে দেন আম্পায়ার। এতে আখেরে সুবিধে হয় মধ্যপ্রদেশেরই।
That's Stumps on Day 4 of the @Paytm #RanjiTrophy #Final! #MPvMUM
— BCCI Domestic (@BCCIdomestic) June 25, 2022
Mumbai move to 113/2 & trail Madhya Pradesh by 49 runs.
We will be back tomorrow- for what promises to be a fascinating Day 5 of the summit clash.
Scorecard ▶️ https://t.co/xwAZ13U3pP pic.twitter.com/lL3DFTBvEC
চতুর্থ দিনের শেষেও অবশ্য চালকের আসনে মধ্যপ্রদেশই। প্রথম ইনিংসে মধ্যপ্রদেশ ১৬২ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে মুম্বই ১১৩ রানে ২ উইকেট হারিয়েছে। তারা এখনও ৪৯ রানে পিছিয়ে। হাতে মাত্র ১ দিন রয়েছে। স্বাভাবিকভাবেই মধ্যপ্রদেশের রঞ্জি জয়ের স্বপ্নপূরণ হওয়ার সুবর্ণ সুযোগ।
আরও পড়ুন: ফ্লিন্টফ-জনসনদের প্রাক্তন গুরুর কাছে ক্লাস করতে চললেন মনোজদের কোচ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)