PK Banerjee: ৫০০০ টাকা খোয়া যাওয়া নিয়ে বিবাদ, বকাবকি করেন পি কে বন্দ্যোপাধ্যায়ের মেয়ে, তাই কি এতবড় ঘটনা?
Kolkata News: জানা গিয়েছে, বাড়ির বর্তমান মালকিন পি কে বন্দ্যোপাধ্য়ায়ের মেয়ে।

কলকাতা: প্রয়াত প্রাক্তন ফুটবলার প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায় ওরফে পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন। দোলের রাতে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়কের বাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। বাড়ির পরিচারক গোপীনাথ মুহুরির রক্তাক্ত দেহ উদ্ধার হয় শুক্রবার রাতে। খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন গাড়িচালক বরুণ ঘোষ। সল্টলেকের অভিজাত এলাকায় এমন ঘটনা ঘটায় শোরগোল পড়ে গিয়েছে। আর সেই আবহেই খুনের সম্ভাব্য কারণ সামনে এল। (PK Banerjee)
জানা গিয়েছে, বাড়ির বর্তমান মালকিন পি কে বন্দ্যোপাধ্য়ায়ের মেয়ে। সম্প্রতি তাঁর কাছ থেকে ৫০০০ টাকা খোয়া যায়। সেই নিয়ে বাড়ির পরিচারক, পরিচারিকা, গাড়ির চালক, সকলকে বকাবকা করেন তিনি। টাকা কোথায় গেল জানতে চাপ দেন। টাকা যিনিই নিয়ে থাকুন, স্বীকার করতে হবে বলে জানিয়ে দেন তিনি। প্রথম পর্বে বিষয়টি মিটে গেলেও, দোলের রাতে বাড়ির সামনে মদের আসর বসে। সেখানেও ওই টাকার প্রসঙ্গ ওঠে এবং সেই নিয়েই রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। (Kolkata News)
পুলিশ জানতে পেরেছে, মদ্যপানের সময় টাকা চুরি নিয়ে গাড়ির চালক বরুণের দিকে আঙুল তোলেন গোপীনাথ। বলেন, "তুই গাড়ি করে নিয়ে এসেছিস ম্যাডামকে। ব্যাগ থেকে টাকা তুইই চুরি করেছিস।" এতে বরুণ পাল্টা বলেন, "তুই বাড়ির কেয়ারটেকার। তোর ব্যাগ উপরে ছিল। তুইই টাকা চুরি করেছিস।" সেই নিয়ে তরজা চরমে পৌঁছয়। এর পর বাড়ির রান্নাঘরে ঢুকে ছুরি নিয়ে বেরিয়ে আসেন গোপীনাথ। বরুণের গলায় ছুরি ঠেকান তিনি। সেই সময় দুই পরিচারিকা তাঁদের আটকানোর চেষ্টা করেন। কিন্তু এর পাল্টা বরুণ ছুরি কেড়ে নিয়ে গোপীনাথের পেটে ঢুকিয়ে দেন। বারং বার আঘাত করায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন গোপীনাথ।
বিধাননগর দক্ষিণ থানায় খবর যায়। পুলিশ এসে গোপীনাথকে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুধুমাত্র টাকা চুরি যাওয়া নিয়েই এই খুনোখুনি? না কি গোপীনাথ এবং বরুণের মধ্যে পুরনো বিবাদ ছিল? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। কতদিন তাঁরা ওই বাড়িতে কাজ করছিলেন, নেপথ্য়ে অন্য কোনও ঘটনা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। বরুণকে গ্রেফতার করে আদালতে তোলে পুলিশ।
জানা গিয়েছে, খুনের কথা স্বীকার করেছেন বরুণ। কিন্তু ৫০০০ টাকা খোয়া যাওয়া নিয়ে এতবড় ঘটনা? সংবাদমাধ্যমে বরুণ বলেন, "টাকা আমি নিইনি, গোপীনাথ নিয়েছে।" ঘটমার সময় পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছিলেন তাঁর দুই মেয়ে, দুই পরিচারিকা, বরুণ এবং গোপীনাথ। কিছুদিন আগেই এক মেয়ে বিদেশ থেকে ফিরে আসেন। প্রত্যেকের বয়ান নিয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।






















