Mustafizur Rahman: কেকেআর তাঁকে দলে নেওয়ায় প্রবল সমালোচনা, সেই মুস্তাফিজুর রহমানই টি-টোয়েন্টিতে গড়়লেন ইতিহাস
IPL 2026: কেকেআর মুস্তাফিজুর রহমানকে নয় কোটি ২০ লক্ষ টাকায় নিলামে দলে নিয়েছে। তবে কেকেআর মুস্তাফিজুরকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রবল শোরগোল।

সিলেট: তাঁকে নিয়ে জল্পনার অন্ত নেই। তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে প্রবল প্রশ্নচিহ্ন। তবে সেই মুস্তাফিজুর রহমানই (Mustafizur Rahman) কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ে ফেললেন। ২ জানুয়ারি রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচে ইতিহাস গড়লেন তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্য়াচে মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান। আজকের ম্য়াচের আগে তাঁর সব ধরনের টি-টোয়েন্টিতে মোট ৩৯৯টি উইকেট ছিল। প্রতিপক্ষের অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে সাজঘরে ফিরিয়েই তিনি বিশ ওভারের ক্রিকেটে ৪০০টি উইকেটের গণ্ডি স্পর্শ করেন। আর এই উইকেট নিয়েই তিনি ইতিহাস গড়লেন। দ্রুততম ফাস্ট বোলার হিসাবে তিনি ৪০০টি উইকেট নিলেন।
মাত্র ৩১৫টি ম্যাচে মুস্তাফিজুর ৪০০টি উইকেট নিলেন। তিনি ওয়াহাব রিয়াজের রেকর্ড ভাঙলেন। পাকিস্তানি ফাস্ট বোলার ৩৩৫টি ম্যাচে ৪০০টি বিশ ওভারের উইকেট নিয়েছিলেন। তবে সেই রেকর্ডের মালিক এখন মুস্তাফিজুর। সব বোলারদের মধ্যে রশিদ খানই মুস্তাফিজুরের থেকে কম ম্যাচ খেলে ৪০০টি উইকেট নিয়েছেন। রশিদ ২৮৯টি ম্যাচে ৪০০টি বিশ ওভারের উইকেট নিয়েছিলেন। মাত্র ১১তম বোলার হিসাবে মুস্তাফিজুর ৪০০ উইকেটের গণ্ডি পার করেন। তিনি দ্বিতীয় বাংলাদেশি হিসাবে এই বিশেষ মাইলফলক স্পর্শ করলেন।
৩০ বছর বয়সি ক্রিকেটারের এই সাফল্যে নিঃসন্দেহেই তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের খুশি হওয়ার কথা। কেকেআর তাঁকে নয় কোটি ২০ লক্ষ টাকায় নিলামে দলে নিয়েছে। তবে কেকেআর মুস্তাফিজুরকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রবল শোরগোল।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে অনেকেই ইতিমধ্যেই মুখ খুলেছেন। সেই পরিস্থিতিতে বাংলাদেশেরই এক খেলোয়াড় ভারতে খেলবেন, অনেকেই এই নিয়ে সন্তুষ্ট নন। সেই তালিকায় সামিল সর্বভারতীয় ইমাম সংস্থার প্রধান ইমাম উমর আমেদ ইলিয়াসি।। তাঁর প্রশ্ন, 'শাহরুখ খান কি বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ দেখতে পাচ্ছেন না?' শাহরুখকে বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া আক্রমণের কড়া নিন্দা করেও এক বিবৃতি দিতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রধান ইমান।
ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে উমর আমেদ ইলিয়াসি বলেন, 'বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই বিষয়ে শাহরুখ খানের কাছে কি কোনও তথ্য নেই? এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, সেটা জানা সত্ত্বেও কেকেআর আইপিএল নিলামে একজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে। শাহরুখ খানের গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধেও ওঁর একটি বিবৃতি দিয়ে সেগুলির নিন্দা করা উচিত।'






















