French Open Quarter Final : কাল ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে নামছেন নাদাল, কখন, কোথায় দেখা যাবে খেলা?
Roland-Garros 2021: কাল জিতলে রজার ফেডেরারকে টপকে রেকর্ড ২১-তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে আরও একধাপ এগিয়ে যাবেন নাদাল।
প্যারিস: কাল ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনার দিয়েগো স্বোয়ার্ৎজম্যানের মুখোমুখি হচ্ছেন স্প্যানিশ কিংবদন্তী রাফায়েল নাদাল। ভারতীয় সময় অনুযায়ী, কাল বিকেল পাঁচটা থেকে শুরু এই ম্যাচ। ভারতে খেলা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট চ্যানেলে। এছাড়া ডিজনি+হটস্টারেও সরাসরি এই ম্যাচ দেখা যাবে। এই ম্যাচ জিতলেই সুইস কিংবদন্তী রজার ফেডেরারকে টপকে রেকর্ড ২১-তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে আরও একধাপ এগিয়ে যাবেন নাদাল।
এখনও পর্যন্ত ফেডেরার ও নাদাল দু’জনেই ২০ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এর মধ্যে ১৩ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন নাদাল। এবার তিনি ১৪-তম খেতাব জেতার লক্ষ্যে কোর্টে নেমেছেন। এবারের ফ্রেঞ্চ ওপেনে একই কোয়ার্টারে ছিলেন নাদাল, ফেডেরার ও নোভাক জকোভিচ। ফেডেরার চতুর্থ রাউন্ডে পৌঁছলেও, হাঁটুর চোটের জন্য এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফলে কোনও বড় অঘটন ছাড়া আপাতত নাদালের খেতাব জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন শুধু জকোভিচ। সেমি-ফাইনালে এই দুই তারকা মুখোমুখি হতে পারেন।
কাল কোয়ার্টার ফাইনালে যাঁর মুখোমুখি হবেন নাদাল, সেই দিয়েগোর বিরুদ্ধে নাদালের রেকর্ড অসাধারণ। এই দুই খেলোয়াড় ১১ বার পরস্পরের মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ১০ বারই জয় পেয়েছেন নাদাল। যদিও আর্জেন্তিনার টেনিস খেলোয়াড়ের পক্ষে একটিমাত্র আশার বিষয় হল, নাদালের বিরুদ্ধে তাঁর একমাত্র জয় এসেছে ক্লে কোর্টে। তবে সেটা গ্র্যান্ড স্ল্যামে নয়। কিন্তু এই রেকর্ডই দিয়েগোকে কিছুটা আত্মবিশ্বাস জোগাচ্ছে।
নাদাল প্রথম ফ্রেঞ্চ ওপেন জেতেন ২০০৫ সালে। ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত টানা এই প্রতিযোগিতা জেতেন তিনি। এরপর ২০১০ সালে ফের তিনি এই খেতাব জেতেন। ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত টানা চ্যাম্পিয়ন হন তিনি। ফের ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত টানা খেতাব তাঁরই দখলে। টানা পঞ্চমবার ফ্রেঞ্চ ওপেন জয়ের জয়ের সামনে এই স্প্যানিশ কিংবদন্তী। বড় অঘটন ছাড়া তাঁর ফের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।