Neeraj Chopra: আর্শাদকে এবার টেক্কা নীরজের, বছরের সেরা জ্যাভলিন থ্রোয়ার হলেন ভারতের 'সোনার ছেলে'
Neeraj Chopra And Arshad Nadeem: প্যারিসও রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। কিন্তু এবার বছরের সেরা জ্যাভিলন থ্রোয়ার হিসেবে ইউ এস ম্য়াগাজিনের তরফে বেছে নেওয়া হল নীরজ চোপড়াকেই।

নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। এরপরই প্যারিসেও তাঁকে ঘিরে আগ্রহ বেড়েছিল। আরও একটা সোনা আসতে চলেছে জ্যাভলিনে এই আশাই ছিল। কিন্তু প্যারিসও পাকিস্তানের আর্শাদ নাদিমের সামনে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের নীরজ চোপড়ার। প্যারিসও রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। কিন্তু এবার বছরের সেরা জ্যাভিলন থ্রোয়ার হিসেবে ইউ এস ম্য়াগাজিনের তরফে বেছে নেওয়া হল নীরজ চোপড়াকেই। তিনি টেক্কা দিয়ে দিলেন তাঁর পাক প্রতিদ্বন্দ্বীকে।
বিশ্বের অন্যতম সেরা ও জনপ্রিয় ট্র্যাক অ্য়ান্ড ফিল্ড নিউজ ম্য়াগাজিন ২০২৪ সালের সেরা জ্যাভলিন থ্রোয়ারের তালিকা প্রকাশ করেছে। সেখানেই সবার প্রথমে রয়েছেন নীরজ চোপড়া। আর্শাদ নাদিম পঞ্চম স্থান অধিকার করেছেন। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ও প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী অ্য়ান্ডারসন পিটার্স দ্বিতীয় স্থানে রয়েছেন এই তালিকায়। উল্লেখ্য, ২০২৩ সালেও এই ম্য়াগাজিনে শীর্ষস্থান অধিকার করেছিলেন নীরজ। ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত এই ম্য়াগাজিনটির পথ চলা শুরু হয়েছিল ১৯৪৮ সাল থেকে।
কয়েক মাস আগেই মুকুটে নতুন পালক যুক্ত হয়েছে নীরজের। প্যারিস অলিম্পিক্সে যে টি শার্ট পরে নেমেছিলেন ট্র্যাকে, তা জায়গা পেয়েছে মিউজিয়াম অফ ওয়ার্ল্ড অ্য়াথলেটিক্স বা MOWA-তে। ২ বারের অলিম্পিক্সজয়ী ভারতীয় জ্যাভিন থ্রোয়ার ছাড়াও আরও ২৩ জন অ্য়াথলিটের টি-শার্ট জায়গা পাচ্ছে সেখানে। টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ। প্যারিস অলিম্পিক্সেও সোনা জয়ের অন্য়তম দাবিদার ছিলেন নীরজ। কিন্তু প্যারিসে পাকিস্তানের আর্শাদ নাদিম ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে ইতিহাস গড়েছিলেন। নীরজ ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রুপো জিতেছিলেন। মিউজিয়ামের সভাপতি সেবাস্তিয়ান কো জানিয়েছেন, ''অলিম্পিক্সে প্যারিসে যাঁরা পদক জিতেছিলেন, তাঁদের মধ্যে হাইজাম্পে ইয়ারোস্লোভা মাহুচিখ, ট্রিপল জাম্পে থি লাফন্ড ও জ্যাভলিনে নীরজ চোপড়ার টি-শার্ট স্থান পাচ্ছে আমাদের মিউজিয়ামে।''
নীরজ ছাড়াও ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স উইমেন্স ফিল্ড ইভেন্টে বর্ষসেরা প্লেয়ার ইউক্রেনের ইয়ারোস্লোভা মাহুচিখ ও অলিম্পিক্সে পদকজয়ী থি লাফন্ডের জার্সিও জায়গা পেয়েছে মিউজিয়াম অফ ওয়ার্ল্ড অ্য়াথলেটিক্সে।
নতুন মরশুমের আগেই নীরজ চোপড়া নতুন কোচ ঠিক করে ফেলেছেন। ইয়ান জেলেজনির। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে এই নামটির সঙ্গে এখনও সেভাবে কেউ পরিচিতি লাভ করেননি। তবে হতেই পারে, খুব দ্রুত হয়ত অনেকেই চিনে যাবেন এই মানুষটিকে। আসলে এই মানুষটিই হতে চলেছেন নীরজ চােপড়ার কোচ।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটে ফের বিচ্ছেদের সুর, ঘর ভাঙছে কেকেআরের আইপিএল জয়ী তারকার?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
