Neeraj Chopra: ফের ইতিহাস নীরজের, প্রথম ভারতীয় হিসাবে জিতলেন ডায়মন্ড লিগ ফাইনাল
Neeraj Chopra Wins Diamond League: কেরিয়ারের চতুর্থ সেরা থ্রোয়ে ৮৮.৪৪ মিটার দূরত্ব অতিক্রম করে ডায়মন্ড লিগ খেতাব নিজের নামে করলেন নীরজ চোপড়া।
জুরিখ: অলিম্পিক্সে সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতে আগেই ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। তাঁর ইতিহাস গড়ার পালা অব্যাহত। এবার প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ ফাইনাল (Diamond League Final) খেতাব জিতলেন তারকা ভারতীয় অ্যাথলিট।
সাফল্যের ঢল
শুরুটা কিন্তু একেবারেই ভালভাবে করতে পারেননি নীরজ। প্রথম থ্রোয়েই ফাউল করে বসেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। তবে নিজের দ্বিতীয় প্রয়াসেই ৮৮.৪৪ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ। নীরজের এই থ্রোয়ের থেকে অধিক দূরে আর কেউই জ্যাভলিন থ্রো করতে পারেননি। ফলে সেরা থ্রো করে প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগের খেতাব জিতে নেন নীরজ। এটি তাঁর কেরিয়ারের চতুর্থ সেরা থ্রো। এরপরের প্রয়াসগুলিতে নীরজ যথাক্রমে ৮৮ মিটার, ৮৬.১১ মিটার, ৮৭ মিটার এবং ৮৩.৬০ মিটার দূরত্ব অতিক্রম করেন।
Golds,Silvers done, he gifts a 24-carat Diamond 💎 this time to the nation 🇮🇳🤩
— Athletics Federation of India (@afiindia) September 8, 2022
Ladies & Gentlemen, salute the great #NeerajChopra for winning #DiamondLeague finals at #ZurichDL with 88.44m throw.
FIRST INDIAN🇮🇳 AGAIN🫵🏻#indianathletics 🔝
X-*88.44*💎-86.11-87.00-6T😀 pic.twitter.com/k96w2H3An3
অলিম্পিক্সে রুপো জয়ী, চেক প্রজাতন্ত্রের জ্যাভলিন থ্রোয়ার জাকুব ৮৬.৯৪ মিটার থ্রো করে দ্বিতীয় স্থান অধিকার করেন। নিজের চতুর্থ প্রয়াসে এই ৮৬.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করেন জাকুব। জার্মানির জুলিয়ান ওয়েবার ৮৩.৭৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে তৃতীয় স্থান অধিকার করেন। মাত্র ১৩ মাসের ব্যবধানেই অলিম্পিক্সে সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো এবং ডায়মন্ড লিগ ফাইনাল খেতাব জিতে নিলেন নীরজ। গত বছর ৭ অগাস্ট টোকিও অলিম্পিক্সে সোনা জিতে ২৪ বছর বয়সি ভারতীয় অ্যাথলিট। এ মরসুমে ছয়বার ৮৮ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। এটি তাঁর ধারাবাহিকতারই পরিচয়বাহক। এ বছরই ৮৯.৯৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন নীরজ।
কী পুরস্কার জিতলেন নীরজ?
এর আগেও ডায়মন্ড লিগে নীরজ দুইবার অংশগ্রহণ করেছিলেন। তবে ২০১৭ ও ২০১৮ সালে ডায়মন্ড লিগে যথাক্রমে সপ্তম এবং চতুর্থ স্থানে শেষ করেছিলেন তিনি। এবার জিতে নিলেন খেতাব। এই ফাইনাল জেতায় নীরজ একটি হীরের ট্রফি ও ৩০ হাজার মার্কিন ডলার তো জিতলেনই, পাশাপাশি পরের বছর বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ওয়াইল্ড কার্ড হওয়ার সুযোগও পেয়ে গেলেন। অবশ্য লুয়াসান্নে নীরজের থ্রো ৮৫.০ মিটারের অধিক দূরত্ব অতিক্রম করায়, তিনি আগেই বিশ্বচ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করে ফেলেছেন।
আরও পড়ুন: ব্যাটে বিরাট, বলে ভুবি, আফগানিস্তানের বিরুদ্ধে ১০১ রানে বিশাল জয় ভারতের