Neeraj Chopra marriage: 'Happily ever after...', নতুন জীবনে পদার্পণ নীরজের, বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন
'Happily ever after...', নতুন জীবনে পদার্পণ নীরজের, বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন

নয়াদিল্লি: জ্যাভলিন হাতে তিনি দেশের হয়ে ইতিহাস গড়েছেন। জিতেছেন জোড়া অলিম্পিক্স পদক। এবার নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় ক্রীড়াজগতের 'হার্টথ্রব' নীরজ চোপড়া (Neeraj Chopra)। সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের ছবি শেয়ার করলেন ভারতীয় তারকা অ্যাথলিট।
টোকিওতে প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসাবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। গত বছরে প্যারিসে চোট আঘাতে জর্জরিত নীরজ সোনা না জিতলেও রুপো পান। তাঁর অনুরাগীর সংখ্যা স্বাভাবিকভাবেই প্রচুর। সেই নীরজই একেবারে চুপিসারে দিন দু'য়েক আগে বিয়ে সেরে ফেলেন হিমানী মোরের সঙ্গে। রবিবারই অবশ্য তিনি নিজের সোশ্য়াল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবিগুলি শেয়ার করেন। ২৭ বছর বয়সি নীরজ ছবিগুলির ক্যাপশনে লেখেন, 'নিজের পরিবারের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের শুরুটা করলাম। প্রচুর আর্শীবাদ আজ আমাদের এখানে পৌঁছতে সাহায্যে করেছে এবং তার জন্য আমি কৃতজ্ঞ। ভালোবাসার সুতোয় গেঁথে চিরজীবনের সফর।'
जीवन के नए अध्याय की शुरुआत अपने परिवार के साथ की। 🙏
— Neeraj Chopra (@Neeraj_chopra1) January 19, 2025
Grateful for every blessing that brought us to this moment together. Bound by love, happily ever after.
नीरज ♥️ हिमानी pic.twitter.com/OU9RM5w2o8
এই ছবিতেই নীরজ তাঁর স্ত্রীয়ের নামও সকলকে জানান। নীরজের স্ত্রী সোনিপথের হলেও, তিনি এখন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। নীরজের কাকা ভীম, যিনি নীরজদের সঙ্গেই থাকেন, তিনি পিটিআইকে জানান নীরজরা দেশেই বিয়ে সেরে বর্তমানে মধুচন্দ্রিমায় বেরিয়েছেন। তিনি বলেন, 'দিন দুই আগে ভারতেই বিয়েটা সম্পন্ন হয়েছে। তবে কোথায় হয়েছে সেটা আমি বলতে পারব না। মেয়েটি সোনিপথের এবং বর্তমানে ও যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে। ওরা মধুচন্দ্রিমার জন্য দেশের বাইরে গিয়েছে তবে সেই জায়গাটা কোথায়, সেটা আমি জানি না। আমরা এটুকুই জানাতে চাই।'
সেরা জ্যাভলিন থ্রোয়ার নীরজ
টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। এরপরই প্যারিসেও তাঁকে ঘিরে আগ্রহ বেড়েছিল। আরও একটা সোনা আসতে চলেছে জ্যাভলিনে এই আশাই ছিল। কিন্তু প্যারিসও পাকিস্তানের আর্শাদ নাদিমের সামনে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের নীরজ চোপড়ার। প্যারিসও রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। কিন্তু এবার বছরের সেরা জ্যাভিলন থ্রোয়ার হিসেবে ইউ এস ম্য়াগাজিনের তরফে বেছে নেওয়া হল নীরজ চোপড়াকেই। তিনি টেক্কা দিয়ে দিলেন তাঁর পাক প্রতিদ্বন্দ্বীকে।
বিশ্বের অন্যতম সেরা ও জনপ্রিয় ট্র্যাক অ্য়ান্ড ফিল্ড নিউজ ম্য়াগাজিন ২০২৪ সালের সেরা জ্যাভলিন থ্রোয়ারের তালিকা প্রকাশ করেছে। সেখানেই সবার প্রথমে রয়েছেন নীরজ চোপড়া। আর্শাদ নাদিম পঞ্চম স্থান অধিকার করেছেন। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ও প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী অ্য়ান্ডারসন পিটার্স দ্বিতীয় স্থানে রয়েছেন এই তালিকায়। উল্লেখ্য, ২০২৩ সালেও এই ম্য়াগাজিনে শীর্ষস্থান অধিকার করেছিলেন নীরজ। ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত এই ম্য়াগাজিনটির পথ চলা শুরু হয়েছিল ১৯৪৮ সাল থেকে।
আরও পড়ুন: বছরের প্রথম ম্য়াচে গোল করেই প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে ৩-০ দেখিয়ে বিশেষ সেলিব্রেশন মেসির






















