Neeraj Chopra: নীরজের মুকুটে নতুন পালক, প্যারিস পরিহিত তাঁর টি-শার্ট কোথায় স্থান পাচ্ছে জানেন?
Neeraj Chopra Update: প্যারিস অলিম্পিক্সেও সোনা জয়ের অন্য়তম দাবিদার ছিলেন নীরজ। কিন্তু প্যারিসে পাকিস্তানের আর্শাদ নাদিম ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে ইতিহাস গড়েছিলেন।
নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে যে টি শার্ট পরে ট্র্যাকে নেমেছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra), তা জায়গা পাচ্ছে মিউজিয়াম অফ ওয়ার্ল্ড অ্য়াথলেটিক্স বা MOWA-তে। ২ বারের অলিম্পিক্সজয়ী ভারতীয় জ্যাভিন থ্রোয়ার ছাড়াও আরও ২৩ জন অ্য়াথলিটের টি-শার্ট জায়গা পাচ্ছে সেখানে। নীরজ ছাড়াও ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স উইমেন্স ফিল্ড ইভেন্টে বর্ষসেরা প্লেয়ার ইউক্রেনের ইয়ারোস্লোভা মাহুচিখ ও অলিম্পিক্সে পদকজয়ী থি লাফন্ডের জার্সিও জায়গা পাচ্ছে মিউজিয়াম অফ ওয়ার্ল্ড অ্য়াথলেটিক্সে।
টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ। প্যারিস অলিম্পিক্সেও সোনা জয়ের অন্য়তম দাবিদার ছিলেন নীরজ। কিন্তু প্যারিসে পাকিস্তানের আর্শাদ নাদিম ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে ইতিহাস গড়েছিলেন। নীরজ ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রুপো জিতেছিলেন। মিউজিয়ামের সভাপতি সেবাস্তিয়ান কো জানিয়েছেন, ''অলিম্পিক্সে প্যারিসে যাঁরা পদক জিতেছিলেন, তাঁদের মধ্যে হাইজাম্পে ইয়ারোস্লোভা মাহুচিখ, ট্রিপল জাম্পে থি লাফন্ড ও জ্যাভলিনে নীরজ চোপড়ার টি-শার্ট স্থান পাচ্ছে আমাদের মিউজিয়ামে।''
উল্লেখ্য, নতুন মরশুমের আগেই নীরজ চোপড়া নতুন কোচ ঠিক করে ফেলেছেন। ইয়ান জেলেজনির। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে এই নামটির সঙ্গে এখনও সেভাবে কেউ পরিচিতি লাভ করেননি। তবে হতেই পারে, খুব দ্রুত হয়ত অনেকেই চিনে যাবেন এই মানুষটিকে। আসলে এই মানুষটিই হতে চলেছেন নীরজ চােপড়ার কোচ। আগামী মরশুম শুরু করার আগেই নতুন কোচ ঠিক করে ফেলেছেন ভারতের হয়ে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী এই জ্যাভলিন তারকা। ক্লজ বার্তোনিৎজের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন করেছিলেন কিছুদিন আগেই।
চেক প্রজাতন্ত্রের প্রাক্তন জ্যাভলিন তারকা জেলেজনিও বিশ্বমঞ্চে যথেষ্ট নামডাক রয়েছে। ১৯৯২, ১৯৯৬, ২০০০ অলিম্পিক্সের মঞ্চে সোনা জিতেছিলেন তিনি। এমনকী ১৯৯৮ অলিম্পিক্সে রুপো জিতেছিলেন জেলেজনি। ১৯৯৬ সালে ৯৮.৪৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন ৫৮ বছরের প্রাক্তন এই জ্যাভলিন তারকা। যা এখনও বিশ্বরেকর্ড হয়ে আছে।
নিজেই নতুন কোচের বিষয় নীরজ জানিয়েছেন সম্প্রতি। ছোটবেলা থেকেই জেলেজনির ভক্ত নীরজ। টোকিও অলিম্পিক্সে সােনাজয়ী ও প্যারিসে রুপোজয়ী নীরজ বলছেন, ''আমাদের দুজনের জ্যাভলিন ছোড়ার ধরণও একইরকম। আমি বড় হওয়ার পথে ওঁনার প্রচুর ভিডিও দেখতাম। সে সময়ের অন্য়তম সেরা ছিলেন ইয়ান। ওঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমার কাছে এটা খুবই গর্বের বিষয়।''
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।