Neeraj Chopra: জুরিখ ডায়মন্ড লিগে কি আদৌ অংশ নেবেন নীরজ? জোড়া অলিম্পিক্স পদকজয়ী কী বলছেন?
Zurich Diamond League 2024: দেশের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াব্যক্তিত্ব কি চোট সারিয়ে উঠতে পেরেছেন। প্যারিস অলিম্পিক্সে নিজে রুপো জিতলেও থ্রো নিয়ে সন্তুষ্ট ছিলেন না নীরজ।
নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সের মত প্যারিস অলিম্পিক্সেও পদক জিতেছেন নীরজ চোপড়া। টোকিওতে সোনা জিতেছিলেন। প্যারিসে রুপো জিতেছেন। যদিও চোট নিয়েই প্য়ারিসে খেলতে নেমে পদক জিতেছিলেন পানিপথের তরুণ। সামনে জুরিখ ডায়মন্ড লিগে কি আদৌ খেলতে নামবেন? দেশের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াব্যক্তিত্ব কি চোট সারিয়ে উঠতে পেরেছেন। প্যারিস অলিম্পিক্সে নিজে রুপো জিতলেও থ্রো নিয়ে সন্তুষ্ট ছিলেন না নীরজ। তবে কি জুরিখ ডায়মন্ড লিগে নিজের সেরা পারফরম্য়ান্স দিতে পারবেন নীরজ? সম্প্রতি জোড়া অলিম্পিক্স পদকজয়ী নীরজ জানিয়েছেন, চলতি মরশুমে আর একটি বা দুটো টুর্নামেন্টেই তিনি খেলতে নামবেন।
প্যারিস অলিম্পিক্সের পর লুসানে ডায়মন্ড লিগে অংশ নিয়েছিলেন নীরজ। সেখানেও দ্বিতীয় স্থানে থেকে শেষ করেন তারকা জ্যাভলিন থ্রোয়ার। সেখানে ৮৯.৪৯ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। কিন্তু এই বছরও নিজের লক্ষ্য়পূরণ করতে পারেননি নীরজ। ৯০ মিটার দূরত্ব অতিক্রম করার লক্ষ্য ছিল নীরজের। যা তিনি অতিক্রম করতে পারেননি। প্যারিস অলিম্পিক্সের সময় কুঁচকির চোট ভুগিয়েছিল নীরজকে। যদিও দ্রুত ফিট হয়ে উঠছেন। নীরজ জানিয়েছিলেন, ''সৌভাগ্যবশত প্যারিস অলিম্পিক্সের পর কুঁচকির চোট ধীরে ধীরে সেরে উঠেছিল। আমি আমার ফিজিওর সহায়তায় কিছু প্রাথমিক চিকিৎসা সেরেছিলাম। এখন অনেকটা ভাল আছি। বেশ কয়েকটি থ্রো ভাল ছুড়তে পারছিলাম।''
আগামী ১৩ সেপ্টেম্বর ব্রাসেলস ডায়মন্ড লিগে ফাইনালে নীরজের খেলা প্রায় নিশ্চিত। সেক্ষেত্রে জুরিখ ডায়মন্ড লিগে হয়ত খেলবেন না নীরজ। নিজেকে আরও ফিট রাখতেই হয়ত এই সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। উল্লেখ্য, দোহা ও লুজ়ানে ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছিলেন নীরজ। এরপর মোট ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। ব্রাসেলসের ফাইনালে প্রথম ছয় জন অংশ নেবেন। যদি জুরিখে নাও খেলতে নামেন নীরজ, তবুও ফাইনালে নামতে হয়ত কোনও সমস্য়া হবে না তাঁর। লুজ়ানে ৯০.৬১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে মিটে রেকর্ড গড়ে প্রথম স্থান দখল করেন অ্যান্ডারসন পিটার্স। নীরজ সেখানে ৮৯.৪৯ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থান পান। তৃতীয় স্থানে শেষ করেন জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি ৮৭.০৮ মিটার দূরত্বে ছোড়েন।