Neeraj Chopra: দুরন্ত থ্রো করে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ, পেলেন প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা
World Athletics Championship: হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন নীরজ- সহ তিনজন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার।
বুদাপেস্ট: ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফের স্বমহিমায় নীরজ চোপড়া (Neeraj Chopra)। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championship) সোনা জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগোলেন ভারতীয় অ্যাথলিট (Neeraj Chopra)। সেই সঙ্গে প্যারিস অলিম্পিক গেমসে নামার টিকিটও পেয়ে গেলেন তিনি।
শুক্রবার প্রথম থ্রোয়েই যোগ্যতা অর্জনের মাপকাঠি পেরিয়ে যান নীরজ। চলতি মরশুমে নিজের সেরা থ্রো করেন ভারতের সোনার ছেলে। তাঁর প্রথম থ্রো ৮৮.৭৭ মিটার পর্যন্ত যায়। আগামী রবিবার ফাইনালে নামবেন নীরজ। অলিম্পিক্স-সহ নানা প্রতিযোগিতায় সোনার পদক পেলেও, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এখনও প্রথম স্থান অধিকার করতে পারেননি নীরজ।
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন নীরজ- সহ তিনজন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। ৩৭ জনের মধ্যে ১২ জন ফাইনালে উঠতে পারবেন। তার মধ্যেই প্রথম হিসাবে ফাইনালে জায়গা করে নিলেন এই প্রতিযোগিতায় গতবারের রুপোজয়ী নীরজ। খেলতে নেমে নিজের প্রথম থ্রোয়েই তিনি ৮৮.৭৭ মিটার দূরত্ব অতিক্রম করেন। ফাইনালের ওঠার নিয়ম অনুযায়ী, ৮৩ মিটারের বেশি দূরে জ্যাভলিন ছুড়লেই সরাসরি ফাইনালের টিকিট মেলে। সেই দূরত্ব অতিক্রম করেছেন নীরজ।
Showing how it's done ‼️
— World Athletics (@WorldAthletics) August 25, 2023
🇮🇳's @Neeraj_chopra1 launches an absolute missile in the first round of the men's javelin throw.
88.77m and a big Q to the final 🙌#WorldAthleticsChamps pic.twitter.com/Zfz2MFU10P
গ্রপ এ থেকে একমাত্র নীরজই সরাসরি ফাইনালে উঠলেন। ভারতের আরও এক জ্যাভলিন থ্রোয়ার ডিপি মানু গ্রুপ এ-তে রয়েছেন। তিনি ৮১.৩১ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। এই গ্রুপে তিন নম্বরে শেষ করেন মানু। ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর কাছেও। গ্রুপ বি-র যোগ্যতা অর্জন পর্ব শেষে জানা যাবে তিনি ফাইনালে উঠবেন কি না। দুই গ্রুপ মিলিয়ে ১২ জন ফাইনালে উঠবেন। নীরজ পৌঁছে গিয়েছেন। আরও ১১ জন সুযোগ পাবেন। মানু যদি দুই গ্রুপ মিলিয়ে প্রথম ১১ জনের মধ্যে থাকেন, তবেই ফাইনালে উঠবেন তিনি।
আরও পড়ুন: কোহলি-গেলদের খেলে যাওয়া মাঠে নেশার আসর! কাঠগড়ায় ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন