Kohli Imitates Shikhar Dhawan: সতীর্থ ধবনকে নকল, বিরাটের বাঁহাতি ব্যাটিং ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Kohli Imitates Shikhar Dhawan: একসঙ্গে প্রচুর ম্যাচ খেলেছেন। সেই ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটেও একসঙ্গে খেলেছেন।
দুবাইঃ বাঁহাতে ব্যাটিং করছেন বিরাট কোহলি। না, অবাক হওয়ার কিছু নেই, সত্যিই বাঁহাতে ব্যাটিং করতে দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে। তবে মাঠে নয়। এক বিজ্ঞাপনী শ্যুটিংয়ের ফাঁকে সতীর্থ ক্রিকেটার শিখর ধবনের ব্যাটিং নকল করতে দেখা গেল কোহলিকে। আর এই ভিডিও ক্লিপিংস নিজের ট্যুইটারে পোস্ট করেছিলেন বিরাট। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
Shikhi, how's this one? 😉@SDhawan25 pic.twitter.com/nhq4q2CxSZ
— Virat Kohli (@imVkohli) October 18, 2021
নিজের ভিডিও ক্লিপিংসের সঙ্গে ক্যাপশনে বিরাট লিখেছেন, 'শিখি, এটা কেমন হল?' বিরাট ও ধবন ২ জনেই দিল্লির ক্রিকেটার। একসঙ্গে প্রচুর ম্যাচ খেলেছেন। সেই ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটেও একসঙ্গে খেলেছেন। এই ভিডিওতে বিরাটকে দেখা যায় ধবনের ব্যাটিং স্টান্স থেকে শুরু করে সব কিছু নকল করতে। ব্যাট কীভাবে হোল্ড করেন ধবন, তাও দেখান বিরাট। শেষে আবার নিজেই হেসে ফেলেন তিনি। ভিডিওর শুরুতে বিরাট বলেন, 'আমি শিখর ধবনের ব্যাটিংয়ের নকল করতে চাই। কারণ আমি মনে করি যে ক্রিজের উল্টোদিক থেকে ওর ব্যাটিং দেখতে সত্যি খুব মজার লাগে।'
এই প্রথম এমনটা নয় যে বিরাট তাঁর সতীর্থ ক্রিকেটারের নকল করলেন। এই আগেও একবার প্রাক্তন ভারতীয় স্পিনার ও বর্তমানে আইপিএলে কেকেআরের হয়ে খেলা হরভজন সিংহের সামনেই তাঁর বোলিং স্টাইল ও বল রিলিজের পর শরীরের মুভমেন্টের নকল করেছিলেন। যা বেশ জনপ্রিয় হয়েছিল।
শিখর ধবন এই মুহূর্তে ভারতীয় দলের বাইরে রয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াডে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। অন্যদিকে বিরাট কোহলির এটা জাতীয় দলের অধিনায়ক হিসেবে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে নামভে টিম ইন্ডিয়া। আগামী ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে বিরাট অ্যান্ড কোং।