Smriti Mandhana Update: গোলাপি বলের টেস্টে শতরান করে কী বললেন স্মৃতি মন্ধানা?
Smriti Mandhana Update: দিন রাতের টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মিতালি রাজরা। ম্যাচ ড্র হয়। কিন্তু ম্যাচে দুরন্ত শতরান হাঁকান স্মৃতি মন্ধানা।
নয়াদিল্লি: ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে গোলাপি বলের টেস্টে শতরান করেছেন। কিন্তু স্মৃতি মন্ধানা নাকি কোনওদিন আশাই করেননি যে তিনি দিন রাতের টেস্ট খেলার সুযোগ পাবেন। এক সাক্ষাৎকারে স্মৃতি বলেন, 'টেস্ট ক্রিকেট সবসময় সেরা। সেটা শুধু দিনের হোক বা দিন রাতে টেস্ট হোক। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দেশে চ্যালেঞ্জিং কন্ডিশনে খেলা সবসময়ই ভাল লাগে। আমি কখনওই ভাবিনি যে আমি দিন রাতের টেস্ট খেলার সুযোগ পাব।'
স্মৃতি আরও বলেন, 'দিন রাতের টেস্ট খেলা আমার স্বপ্ন ছিল। তা পূরণ হয়েছে। আগের দিন ৮০ রানে অপরাজিত ছিলাম। সেদিন রাতে আমার ঘুম হয়নি। পরের দিন আবার নতুন করে আমাকে শুরু করতে হয়েছিল। একটু আলাদারকম অনুভূতি। কিন্তু বেশ উত্তেজিত ছিলাম আমি।'
উল্লেখ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে নজির গড়েছিলেন স্মৃতি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ৬৪ বলে ঝোড়ো ৮০ রান করএছিলেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটার স্মৃতি মান্ধানা। একটি বিরল রেকর্ড এখন তাঁর ঝুলিতে। স্মৃতিই বিশ্বের একমাত্র ক্রিকেটার, রান তাড়া করতে নেমে টানা ১০টি হাফসেঞ্চুরি রয়েছে যাঁর। এই রেকর্ড মহিলা ক্রিকেটে তো নয়ই, এমনকী পুরুষদের ক্রিকেটেও কারও নেই।
সৌরভ গঙ্গোপাধ্যায়, নভজ্যোত সিংহ সিধু, বিরাট কোহলিদের টপকে গেছেন ভারতের মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মন্ধনা। ভারতীয়দের মধ্যে একদিনের আন্তর্জাতিকে দ্বিতীয় দ্রুততম ২,০০০ রানের নজির গড়লেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ৭৪ রানের ইনিংস খেলে দলকে জেতানোর পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন স্মৃতি। তিনি ৫১ ইনিংসে ২,০০০ রান করে ফেললেন। সৌরভ ও সিধু যথাক্রমে ৫২ ইনিংসে ২,০০০ রান করেন। বিরাট নেন ৫৩ ইনিংস। ভারতীয়দের মধ্যে এক্ষেত্রে স্মৃতির আগে শুধু শিখর ধবন (৪৮ ইনিংস)। মহেন্দ্র সিংহ ধোনি (৬২ ইনিংস), রাহুল দ্রাবিড় (৬৩ ইনিংস), বীরেন্দ্র সহবাগ (৬৬ ইনিংস), সচিন তেন্ডুলকর (৭০) ইনিংস।