এক্সপ্লোর
একদিনের সিরিজে পাকিস্তানকে ৫-০ উড়িয়ে দিল নিউজিল্যান্ড

ছবি সৌজন্যে ট্যুইটার
ওয়েলিংটন: একদিনের সিরিজের পাঁচটি ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে দিল নিউজিল্যান্ড। আজ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের শেষ ম্যাচে ১৫ রানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই নিয়ে তৃতীয়বার একদিনের সিরিজে ৫-০ হারের লজ্জার মুখে পড়ল পাকিস্তান। অন্যদিকে নিউজিল্যান্ড দ্বিতীয়বার ৫-০ ফলে একদিনের সিরিজ জিতল। আজ সিরিজের শেষ ম্যাচে মার্টিন গাপটিলের (১০০) শতরানের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭১ রান করে নিউজিল্যান্ড। গাপটিল ছাড়াও বড় রান করেন রস টেলর (৫৯)। জবাবে ৪৯ ওভারে ২৫৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। হ্যারিস সোহেল (৬৩), শাদাব খান (৫৪) অর্ধশতরান করলেও, বাকিরা কেউই বড় রান করতে না পারায় হেরে যায় পাকিস্তান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















