NZ vs PAK ODI Cancelled: পাকিস্তান ক্রিকেটকে হত্যা করল নিউজিল্যান্ড, প্রতিক্রিয়া ক্ষুব্ধ শোয়েবের
NZ vs PAK ODI Cancelled: শুক্রবারই পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিণ্ডিতে প্রথম ওয়ান ডে ম্যাচে নামার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু ম্যাচ খেলার জন্য টিম হোটেল থেকে বারই হননি নিউজিল্যান্ডের ক্রিকেটারেরা।
![NZ vs PAK ODI Cancelled: পাকিস্তান ক্রিকেটকে হত্যা করল নিউজিল্যান্ড, প্রতিক্রিয়া ক্ষুব্ধ শোয়েবের New Zealand just killed Pakistan cricket: Shoaib Akhtar NZ vs PAK ODI Cancelled: পাকিস্তান ক্রিকেটকে হত্যা করল নিউজিল্যান্ড, প্রতিক্রিয়া ক্ষুব্ধ শোয়েবের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/18/cdc8f9107ebc7da37706eb3aa4b0ff62_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ইসলামাবাদ: নিরাপত্তা সংক্রান্ত ইস্যু। যার জন্য ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই পাকিস্তান সফর বাতিল করে দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। শুক্রবারই পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিণ্ডিতে প্রথম ওয়ান ডে ম্যাচে নামার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু ম্যাচ খেলার জন্য টিম হোটেল থেকে বারই হননি নিউজিল্যান্ডের ক্রিকেটারেরা। স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করতেও দেওয়া হয়নি।
আর এই ঘটনার পরই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ওপর ক্ষোভ প্রকাশ করলেন শোয়েব আখতার। প্রাক্তন পাক পেসার নিজের ট্যুইটারে লিখেছেন, "নিউজিল্যান্ড পাক ক্রিকেটকে হত্যা করল।" এরপরই তিনি আরও লেখেন, 'কিছু পয়েন্ট নিউজিল্যান্ডকে মনে করিয়ে দেওয়া উচিত। ক্রাইস্টচার্চ হামলায় (২০১৯ সালে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সময়) ৯ পাকিস্তানি মারা গিয়েছিলেন। তখনও পাকিস্তান কিন্তু নিউজিল্যান্ডের পাশে ছিল শক্তভাবে।'
রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস আরও লিখেছেন ট্যুইটারে, 'করোনা পরিস্থিতির মাঝেও পাকিস্তান দল নিউজিল্যন্ড সফরে গিয়েছিল। কিন্তু সেখানে নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বাজে আচরণ করেছিল। করোনাবিধি ভাঙায় পাকিস্তানি ক্রিকেটারদের দেশ থেকে বের করে দিতে চেয়েছিলেন এক কিউই মন্ত্রী। এখানে যে কারণে ওঁরা সফর বাতিল করল সেই হুমকি তো যাচাই করা হয়নি। আমাদের সঙ্গে আলোচনা করতে পারত। আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত তাদের রাষ্ট্রপ্রধানকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে।'
এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি তাঁর ট্যুইটার হ্য়ান্ডেলে লিখেছেন, 'নিরাপত্তা নিয়ে যাবতীয় নিশ্চয়তা থাকা সত্ত্বেও একটা ভুয়ো হুমকি পেয়ে নিউজিল্যান্ড পাক সফর বাতিল করল! ব্ল্যাকক্যাপস কি বুঝতে পারছে এই সিদ্ধান্তের কী প্রভাব পড়বে?'
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে যে, সরকারি তরফে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দলকে সতর্ক করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকেই পাকিস্তান বনাম নিউজিল্যান্ড সীমিত ওভারের ক্রিকেট সিরিজ শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু সুরক্ষা সংক্রান্ত প্রশ্নে তা বাতিল করে দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷ রাওয়ালপিন্ডিতে আজ ছিল প্রথম ম্যাচ৷ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিবৃতি জারি করে জানিয়েছে, নিউজিল্যান্ড সরকার পাকিস্তানে নিউজিল্যান্ড দলের সুরক্ষা সংক্রান্ত হুমকির জেরে এই সিরিজ বাতিল করেছে কিউয়ি ক্রিকেট বোর্ড৷ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘পাকিস্তান সফরের জন্য নিউজিল্যান্ড সরকারের কাছে সুরক্ষা সংক্রান্ত হুমকি আসার পর নিউজিল্যান্ডের সুরক্ষা উপদেষ্টার পরামর্শ মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই সফর আর চালু থাকবে না৷"
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)