New Zealand vs Pakistan: আগামী মরসুমে ২ বার পাকিস্তান সফরে খেলতে আসবে নিউজিল্যান্ড
New Zealand vs Pakistan: তবে পিসিবির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ২০২২ সালের ডিসেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান (pakistan) সফরে আসবে নিউজিল্যান্ড।
![New Zealand vs Pakistan: আগামী মরসুমে ২ বার পাকিস্তান সফরে খেলতে আসবে নিউজিল্যান্ড New Zealand to tour Pakistan twice in 2022-23, know in details New Zealand vs Pakistan: আগামী মরসুমে ২ বার পাকিস্তান সফরে খেলতে আসবে নিউজিল্যান্ড](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/20/24441851480659a99dd1fa3130b3c14c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করাচি: আগামী মরসুমে ২ বার পাকিস্তান (pakistan) সফরে খেলতে আসবে নিউজিল্যান্ড (new zeland)। শেষবার পাক সফরে এসে না খেলেই চলে গিয়েছিল কিউয়িরা। তবে পিসিবির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ২০২২ সালের ডিসেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান (pakistan) সফরে আসবে নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালের এপ্রিলে কেন উইলিয়ামসনরা আবারও সফরে আসবেন ১০টি সীমিত ওভারের ম্যাচ খেলতে, যার মধ্যে আছে পাঁচটি ওয়ান ডে ও পাঁচটি টি-টোয়েন্টি।
এর আগে চলতি বছর পাক সফরে গিয়েছিল নিউজিল্য়ান্ড। ১৭ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই সিরিজ শুরুর আগেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্দেশ মত কোনও ম্যাচ না খেলেই দেশে ফিরে আসে কিউয়িরা।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছিল যে, সরকারি তরফে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দলকে সতর্ক করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুরক্ষা সংক্রান্ত প্রশ্নে সীমিত ওভারের সিরিজ বাতিল করে দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷ রাওয়ালপিন্ডিতে ছিল প্রথম ম্যাচ৷ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিবৃতি জারি করে জানিয়েছে, নিউজিল্যান্ড সরকার পাকিস্তানে নিউজিল্যান্ড দলের সুরক্ষা সংক্রান্ত হুমকির জেরে এই সিরিজ বাতিল করেছে কিউয়ি ক্রিকেট বোর্ড৷ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘পাকিস্তান সফরের জন্য নিউজিল্যান্ড সরকারের কাছে সুরক্ষা সংক্রান্ত হুমকি আসার পর নিউজিল্যান্ডের সুরক্ষা উপদেষ্টার পরামর্শ মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই সফর আর চালু থাকবে না৷"
এদিকে নিউজিল্যান্ডের দাবি করা সুরক্ষা সংক্রান্ত তত্ত্বকে মানতে নারাজ ছিল পাক ক্রিকেট বোর্ড৷ তাদের দাবি ছিল, সফরকারী দলের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছিল৷ পরিস্থিতি সামলাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজে কথা বলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে৷ তিনি দাবি করেছেন, পাকিস্তানের ইন্টেলিজেন্স পৃথিবীর অন্যতম সেরা। তাই এই ধরনের কোনও ভয়ের ব্যাপার থাকলে তাঁরা নিশ্চয় জানতেন৷
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)