এক্সপ্লোর
Advertisement
ভারতীয় দলে গভীরতা অনেক বেশি, ফাইনালে রোহিতরাই এগিয়ে, বলছেন জয়বর্ধনে
কলম্বো: ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ভারতকেই এগিয়ে রাখছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। তাঁর মতে, ভারতীয় দলের পেস আক্রমণ বাংলাদেশের তুলনায় অনেক ভাল। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার না থাকা সত্ত্বেও ভারতীয় দলে গভীরতা অনেক বেশি। তাই ভারতীয় দলই ফেভারিট।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে জয়বর্ধনে লিখেছেন, ‘ভারতের বিরুদ্ধে এই ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই। ভারতের বিরুদ্ধে রাউন্ড-রবিন পর্যায়ের দু’টি ম্যাচে হারের পর আন্ডারডগ হিসেবে এই ম্যাচে চাপমুক্ত হয়ে খেলতে নেমে আক্রমণ করতেই পারে বাংলাদেশ। ভারতীয় দলে কয়েকজন প্রথমসারির সিনিয়র ক্রিকেটার না থাকা সত্ত্বেও ওরা দেখিয়ে দিয়েছে, সব বিভাগে প্রতিভা ও গভীরতা আছে। বাংলাদেশের বিরুদ্ধে পেস বোলিংয়ে সুবিধা পাবে ভারত। তবে ব্যাটিংয়ের ক্ষেত্রে দু’দলই প্রায় সমান জায়গায়। বাংলাদেশের টপ অর্ডারে অভিজ্ঞতা আছে। টি-২০ ক্রিকেটে যে দল সবচেয়ে ভালভাবে চাপ সামাল দিতে পারে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেদের মেলে ধরতে পারে, তারাই জয় পায়।’
শ্রীলঙ্কার বিরুদ্ধে গত ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের ঝামেলায় জড়ানো প্রসঙ্গে জয়বর্ধনের বক্তব্য, ‘শেষ ওভারে যে গণ্ডগোল হয়েছে, সেই পরিস্থিতি অনেক ভালভাবে সামাল দেওয়া যেত। নিরপেক্ষ জায়গা থেকে বলা যায়, অবশ্যই নো বল ছিল। আম্পায়াররা ভুল করেছেন। এরপর তাঁরা উত্তেজনা কমানোর চেষ্টা না করে পরিস্থিতি আরও খারাপ করে দেন। তবে তারপরেও বলতে হয়, ক্রিকেটারদের আচরণ, বাংলাদেশের ক্রিকেটারদের মাঠ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া তরুণ ক্রিকেটপ্রেমীদের জন্য আদর্শ নয়। আবেগের মুহূর্ত হলেও, খেলোয়াড়দের অনেক বেশি দায়িত্ব থাকে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
শিক্ষা
Advertisement