এক্সপ্লোর
Advertisement
নিরামিষ ছেড়ে চিকেন ধরেই বদলে গিয়েছেন কেদার, জানালেন সুরেন্দ্র ভাবে
কটক: নিরামিষ ছেড়ে চিকেন খাওয়াই বদলে দিয়েছে কেদার যাদবের ক্রিকেটজীবন। যেদিন থেকে নিরামিষ ছেড়েছেন, তাঁর শারীরিক শক্তি বেড়েছে। ব্যাটিংয়ে তার প্রভাব পড়েছে। এমনই জানালেন প্রাক্তন জাতীয় নির্বাচক সুরেন্দ্র ভাবে।
মহারাষ্ট্রের নিরামিষাশী পরিবারের সন্তান কেদার। পরিবারের বাকি সবার মতো তিনিও নিরামিষই খেতেন। কিন্তু সুরেন্দ্রই তাঁকে চিকেন খাওয়া শেখান। এই প্রাক্তন নির্বাচক বলেছেন, ‘আমিই কেদারকে চিকেন খাওয়া শিখিয়েছি। এর জন্য আমার কৃতিত্ব প্রাপ্য হতেই পারে। তবে আমি কেদারের সাফল্যের জন্য কৃতিত্ব দাবি করতে চাই না। আমি ওর কোচ, দাদা, মেন্টর ও পথ প্রদর্শক। ওর সঙ্গে আমার নিয়মিত কথা হয়।’
সুরেন্দ্র জানিয়েছেন, কোচবিহার ট্রফিতে প্রথমবার তিনি কেদারকে দেখেন। তরুণ কেদার কেরলের বিরুদ্ধে সেই ম্যাচে ১৯৫ রান করেছিলেন। সেই ম্যাচেই সুরেন্দ্র বুঝে যান, কেদার লম্বা রেসের ঘোড়া। তখন থেকেই কেদারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া শুরু করেন সুরেন্দ্র। ২০১০-১১ মরসুমে শেষবার তিনি কেদারের ভুল শুধরে দেন। কেদারের ব্যাকলিফটে সমস্যা ছিল। সেটা ঠিক করে দেন সুরেন্দ্র। এরপর থেকেই কেদারের খেলা বদলে যায়।
সুরেন্দ্রর মতে, কেদারকে দেখে বোঝা যায় না তিনি একাই বিপক্ষকে হারিয়ে দিতে পারেন। কিন্তু তিনি সেটা করতেই ভালবাসেন। তিনি অনেকের থেকেই ভাল উইকেটকিপিং করেন। তাই তিন ফর্ম্যাটেই খেলার যোগ্য কেদার। এছাড়া বলও ভালই করেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই ক্রিকেটার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement