এক্সপ্লোর
চারদিনের টেস্টের প্রস্তাবে সায় নেই, জানিয়ে দিলেন কোহলি
চারদিনের টেস্টে সায় নেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আইসিসি সম্প্রতি চারদিনের টেস্টের প্রস্তাব দিয়েছে। কিন্তু চিরাচরিত পাঁচ দিনের ফরম্যাটের কোনও রকম রদবদলের পক্ষপাতী নন কোহলি।
![চারদিনের টেস্টের প্রস্তাবে সায় নেই, জানিয়ে দিলেন কোহলি Not in favour of four-day Tests, says India captain Virat Kohli চারদিনের টেস্টের প্রস্তাবে সায় নেই, জানিয়ে দিলেন কোহলি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/12/05181740/virat-kohli.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
গুয়াহাটি: চারদিনের টেস্টে সায় নেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আইসিসি সম্প্রতি চারদিনের টেস্টের প্রস্তাব দিয়েছে। কিন্তু চিরাচরিত পাঁচ দিনের ফরম্যাটের কোনও রকম রদবদলের পক্ষপাতী নন কোহলি।
২০২৩-২০৩১ এর মধ্যে পরবর্তী এফটিপি পর্বে চারদিনের টেস্ট ম্যাচ পরীক্ষামূলকভাবে করে দেখতে চেয়েছে আইসিসি। বাণিজ্যিকভাবে আকর্ষণীয় সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য আরও বেশি দিনের সংস্থানই এর উদ্দেশ্য। তবে তা প্রস্তাবের স্তরেই রয়েছে। অস্ট্রেলিয়া প্রস্তাবিত ফরম্যাট নিয়ে পরীক্ষা করার ইচ্ছা প্রকাশ করেছে। যদিও অজি সিনিয়র বোলার নাথন লায়ন এই প্রস্তাবকে হাস্যকর আখ্যা দিয়েছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজ শুরুর প্রাক্কালে বর্তমান টেস্ট ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার কোহলি বলেছেন, আমার মতে, এতে কোনও রদবদল ঘটানো উচিত নয়। টেস্ট ক্রিকেটের বাণিজ্যিকীকরণের একটা পদক্ষেপ দিন-রাতের টেস্ট। এতে বেশ উচ্ছ্বাস তৈরি হয়। কিন্তু খুব বেশি অদলবদল করা ঠিক নয়। আমি এতে বিশ্বাস করি না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)