এক্সপ্লোর
পাকিস্তানে প্রতিভাবান পেসার নেই, আক্ষেপ মহম্মদ আসিফের
করাচি: ইমরান খান, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারদের দেশের এখনকার ফাস্ট বোলাররা কেউই অসাধারণ নন। পাকিস্তানের পেস আক্রমণে স্পেশাল কিছু নেই। এই মন্তব্য করেছেন খোদ মহম্মদ আসিফ। ২০১০ সালে স্পট-ফিক্সিংকাণ্ডে নাম জড়িয়ে যাওয়া এই পেসার বলেছেন, ‘আমাদের প্রতিভার কথা বলি। কিন্তু বর্তমানে যারা পাকিস্তানের হয়ে খেলছে, সেই বোলাররা তেমন প্রতিভাবান নয়। আমাদের পেস আক্রমণ নেহাতই মাঝারি মানের। কোনও পেসারের মধ্যেই বিশেষ কোনও দক্ষতা নেই। স্পেশাল হতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। এছাড়া ঈশ্বরপ্রদত্ত প্রতিভা থাকাও দরকার। রাহত আলি, ইমরান খান বা সোহেল খানের সঙ্গে গোটা মরশুম খেলে দেখেছি, ওদের মধ্যে স্পেশাল কিছু নেই।’
আসিফের মতে, দুবাই ও আবু ধাবিতে টেস্ট ম্যাচ খেলার জন্যই পাকিস্তানের পেসারদের মান নেমে গিয়েছে। এই ডান হাতি পেসার বলেছেন, ‘সংযুক্ত আরব আমিশাহীর মন্থর উইকেটে স্পিনাররা সাহায্য পায়। এটা ঠিক যে, আমরা সেখানে ক্রমাগত খেলে ম্যাচ জিতেছি, র্যাঙ্কিংয়ের উন্নতি হয়েছে। কিন্তু এর ফলে আখেরে আমাদের ক্ষতিই হয়েছে। পাকিস্তানের ক্রিকেটের মানের অবনতি হয়েছে। একটু বাউন্স ও স্যুইংয়ের সামনে পড়লেই ব্যাটসম্যানরা খেলতে পারছে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক টেস্ট সিরিজেই সেটা দেখা গিয়েছে। অস্ট্রেলিয়াতেও সমস্যায় পড়বে পাকিস্তান।’
পাকিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য অবিলম্বে হোম টেস্ট শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকায় খেলার পরামর্শ দিচ্ছেন আসিফ। তাঁর মতে, শ্রীলঙ্কার পিচও সংযুক্ত আরব আমিরশাহীর থেকে অনেক ভাল। সেখানকার পরিবেশও প্রতিদ্বন্দ্বিতার পক্ষে আদর্শ।
প্রতিভাবান পেসার তুলে আনার জন্য তরুণ ক্রিকেটারদের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি সহ বিভিন্ন অ্যাকাডেমিতে রেখে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া উচিত বলে মনে করেন আসিফ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement