US Open 2024: বিরাট অঘটন, যুক্তরাষ্ট্র ওপেনে অজ়ি তারকার কাছে হেরে তৃতীয় রাউন্ডেই শেষ জকোভিচের সফর
US Open 2024: ২০০২ সালের পর থেকে এই প্রথম রজার ফেডারের, রাফায়েল নাদাল বা নোভাক জকোভিচের কেউই একটিও গ্র্যান্ড স্ল্যাম জিততে ব্যর্থ হলেন।
নিউ ইয়র্ক: বিগ অ্যাপেলে নক্ষত্রপতন। বছরের শেষ গ্র্য়ান্ড স্ল্যাম, যুক্তরাষ্ট্র ওপেনে (US Open 2024) তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন নোভাক জকোভিচ। এই বছরে একটিও গ্র্যান্ড স্ল্যাম জিততে ব্যর্থ হলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। অ্যালেক্সেই পপিরিনের (Alexei Popyrin) বিরুদ্ধে চার সেটের লড়াইয়ে ৬-৪, ৬-৪, ২-৬, ৬-৪ স্কোরলাইনে পরাজিত হন জকোভিচ। ২৪ বছর বয়সি পপেরিন এই প্রথম কোনও মেজরের শেষ ১৬-তে নিজের জায়গা করে নিলেন।
২০০২ সালের পর থেকে এই প্রথম রজার ফেডারের, রাফায়েল নাদাল বা নোভাক জকোভিচের কেউই একটিও গ্র্যান্ড স্ল্যাম জিততে ব্যর্থ হলেন। সদ্যই অলিম্পিক্সে সোনা জিতে সম্ভাব্য সব এটিপি খেতাব, স্ল্যাম এবং অলিম্পিক্স সেরা হওয়ার নজির গড়েছিলেন জকোভিচ। তবে পপিরিনের বিরুদ্ধে সার্বিয়ান মহাতারকাকে একেবারেই নিজের সেরা ফর্মে দেখা যায়নি। বরং তাঁকে বেশ ক্লান্তই দেখিয়েছে। অন্যদিকে, অঘটন ঘটানোর লক্ষ্যে একেবারে পুরো উদ্যম নিয়ে কোর্টে দুরন্ত টেনিস খেলছিলেন ২৪ বছর বয়সি অজ়ি পপরিন।
Alexei Popyrin just claimed the biggest win of his career! pic.twitter.com/iYcCxnWmfX
— US Open Tennis (@usopen) August 31, 2024
প্রথম সেটেই জকোভিচের সার্ভিস ব্রেক করে ম্যাচে ও মানসিকভাবে খানিকটা এগিয়ে যান পপিরিন। তারপর নিজের সার্ভিস ধরে রেখে প্রথম সেট নিজের নামে করেন অস্ট্রেলিয়ান তরুণ। বেশ নজরকাড়া সার্ভিস এবং এনার্জিতে ভরপুর তরুণ দ্বিতীয় সেটেও আবার জকোভিচের সার্ভিস ব্রেক করে এবং সেট জিতে নেন। তবে জকোভিচ কোনও সময়ই হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন তৃতীয় সেটে পপিরিনের সার্ভিস ব্রেক করেন। দাপুটে মেজাজে অনবদ্য ফোরহ্যান্ডে জিতে নেন তৃতীয় সেট।
জকোভিচ এর আগে কতবারই এমন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে দুরন্ত প্রত্যাবর্তনে ম্যাচ জিতেছেন। তিনি তৃতীয় সেট জয়ের পর এমনই এক প্রত্যাবর্তনের আশায় ছিলেন তাঁর অনুরাগীরা। তবে পপিরিন গোটা ম্যাচ জুড়েই যেভাবে মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন, চতুর্থ সেটাও সেটা দেখা গেল। বিশ্বের দুই নম্বর টেনিস তারকার সার্ভিস ব্রেক করে ৩-২ এগিয়ে যান তিনি। শেষমেশ জকোভিচ নিজের ফোরহ্যান্ড কোর্টের বাইরে মারলে অঘটন সম্পূর্ণ হয়। পরাজিত হন 'জোকার'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওপেনে দুরন্ত প্রত্যাবর্তন য়ুকিদের, ডাবলস ও মিক্সড ডাবলসে জয় পেলেন রোহন বোপান্নাও