Virat on Sachin: সচিনের সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন, ৯ বছর আগে বলে দিয়েছিলেন কোহলি
Virat Kohli: অন্যরকম কিছু ভাবতে বাধ্য করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। আন্তর্জাতিক ক্রিকেটে যাঁর ৭০টি সেঞ্চুরি রয়েছে।
নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে একশো সেঞ্চুরি গড়ার নজির গড়েছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তখন মনে করা হয়েছিল, সেই রেকর্ড হয়তো ক্রিকেটের ইতিহাসে অমর অক্ষয় হয়ে থাকবে। ভাঙতে পারবেন না কেউই। কিন্তু অন্যরকম কিছু ভাবতে বাধ্য করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। আন্তর্জাতিক ক্রিকেটে যাঁর ৭০টি সেঞ্চুরি রয়েছে।
সেই কোহলি আপাতত চেনা ছন্দের ধারেকাছে নেই। যদিও এবার প্রকাশ্যে এল পুরনো একটি ঘটনা। যখন আত্মবিশ্বাসী কোহলি বলে দিয়েছিলেন, সচিনের রেকর্ড ভেঙে দেবেন তিনি।
বিশ্ব ক্রিকেটে কোহলির দ্বিতীয় সর্বাধিক আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে। সব ফরম্যাট মিলিয়ে ৭০টি সেঞ্চুরি রয়েছে তাঁর। কোহলি যখন ২৪ বছরের ছিলেন, সেই সময়ে তাঁর ঝুলিতে ছিল ৯টি সেঞ্চুরি। তখন কোহলি দাবি করেছিলেন, ‘আমি ওয়ান ডে সেঞ্চুরির সংখ্যায় সচিন পাজিকে ধরব।’
ওকলে স্পোর্টস মার্কেটিংয়ের প্রধান অশ্বিন কৃষ্ণণ তাঁর চ্যাট শোয়ে জেমি অল্টারকে বলেছেন, ‘বিরাট কোহলির ওয়ান ডে রেকর্ড অভূতপূর্ব। কোহলি সচিনের সেই রেকর্ডের কাছাকাছি এগিয়ে যাচ্ছেনয। সেখানে যান বা না যান, সেটা মূল বিষয় নয়। আমি একটি ছোট গল্প বলব। ২০১৩ সালে, আমরা ওকলের জন্য বিরাটের সঙ্গে চুক্তি করাতে গিয়েছিলাম। এবং আমরা সেখানে গিয়ে বসেছিলাম। বিরাট ওঁর ম্যানেজার বান্টির সঙ্গে এসেছিলেন এবং ও মুম্বই থেকে এসেছিলেন। আমি চ্যাম্পিয়ন্স লিগ করছিলাম এবং ওঁকে সই করানো লক্ষ্য ছিল। ২৪ বছরের তারকা তখন ওয়ান ডে-তে ৯টি সেঞ্চুরি করে ফেলেছিলেন। এবং তিনি তখন বলেছিলেন, ওয়ান ডে-তে আমি সচিন পাজিকে ধরে ফেলব। পাজির ৪৯টি সেঞ্চুরি রয়েছে।’
তাঁর খারাপ ফর্মের কথা বাদ দিলে, আধুনিক যুগে কোহলি একমাত্র ক্রিকেটার, রেকর্ডের দিক থেকে কিংবদন্তি তেন্ডুলকরকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে যাঁর। ৪৩টি ওয়ান ডে সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। তেন্ডুলকরের থেকে মাত্র ছ'টি সেঞ্চুরি পিছিয়ে রয়েছেন।
২০১২ সালে কোহলি যখন ১৯ বছর বয়সে ভারতের হয়ে অভিষেক ঘটিয়েছিলেন, তখন কেউ ভাবেননি যে, তিনি এই উচ্চতায় পৌঁছবেন। ২০১৩ সালের মধ্যে কোহলি টিম ইন্ডিয়ার তারকা হয়ে উঠেছিলেন। যিনি পরের ৭ বছর ধরে বিশ্ব ক্রিকেটকে শাসন করেন।
যদিও সম্প্রতি তাঁর ব্যাটে রানের খরা। আড়াই বছর হয়ে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে কোনও সেঞ্চুরি নেই তাঁর। কবে তিনি ফের ছন্দে ফিরবেন, সেই অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
আরও পড়ুন: ''আমরা কারা? চ্যাম্পিয়ন্স'', ড্রেসিংরুমেও গব্বররাজ শিখরের, মাতলেন দ্রাবিড়ও