(Source: ECI/ABP News/ABP Majha)
Ashwin Dropped: ফের কোপ অশ্বিনের ওপর, আফগানিস্তানের বিরুদ্ধে সুযোগ শার্দুলকে
ODI World Cup 2023: বাঁহাতি স্পিনার অক্ষর পটেল চোট পাওয়ায় শেষ মুহূর্তে দলে সুযোগ পান অশ্বিন। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় একাদশেও ছিলেন তিনি।
নয়াদিল্লি: বিশ্বকাপে (ODI World Cup) এক ম্যাচ খেলেই ফের ধাক্কা খেলেন আর অশ্বিন (R Ashwin)। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচেই বাদ পড়লেন তামিলনাড়ুর অফস্পিনার। তাঁর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ দেওয়া হল শার্দুল ঠাকুরকে (Shardul Thakur)।
একটা সময় বিশ্বকাপে তাঁর খেলা নিয়েই ছিল প্রশ্ন। কারণ, সম্ভাব্য দলে অশ্বিনকে রাখেননি নির্বাচকেরা। কিন্তু বাঁহাতি স্পিনার অক্ষর পটেল চোট পাওয়ায় শেষ মুহূর্তে দলে সুযোগ পান অশ্বিন। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় একাদশেও ছিলেন তিনি। সেই ম্যাচে একটি উইকেটও নেন। ১০ ওভারে ১টি মেডেন সহ মাত্র ৩৪ রান খরচ করেন অশ্বিন। ক্যামেরন গ্রিনকে ফিরিয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচেই প্রথম একাদশ থেকে জায়গা হারালেন অশ্বিন।
বিশ্বকাপে ভারতের প্রাথমিক দলে স্পিনার হিসাবে রাখা হয়েছিল কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলকে। যে দল দেখে সমালোচনার ঝড় উঠেছিল। বলা হয়েছিল, তিনজনই বাঁহাতি স্পিনার দলে কেন? এ-ও বলা হয়েছিল যে, প্রত্যেক দলে যখন বাঁহাতি ব্যাটার রয়েছে, তখন কেন একজন অফস্পিনার সুযোগ পাবেন না? অক্ষর চোট পাওয়ায় তারপর সুযোগ পান অশ্বিন। যা দেখে খুশি হয়েছিলেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
অশ্বিনের অন্তর্ভুক্তি কি ভারতীয় বোলিং আক্রমণে বৈচিত্র বাড়াল? এবিপি লাইভকে সৌরভ বলেছিলেন, 'অবশ্যই। ভারতের বোলিংকে শক্তিশালী করে তুলবে ও। অশ্বিন বিশ্বমানের বোলার। সর্বকালের অন্যতম সেরা। ২০১১ সালে যখন ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়, ও দলে ছিল। ২০১৩ সালে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত, সেই দলেও ছিল অশ্বিন। চেন্নাই সুপার কিংসের হয়ে অনেক আইপিএল জিতেছে। বিজয়ী দলের সদস্য থেকেছে। সে জন্য আমি মনে করি ওকে দলে নেওয়াটা দারুণ ব্যাপার।' যদিও দ্বিতীয় ম্যাচে বেঞ্চেই বসতে হচ্ছে অশ্বিনকে।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ়।
আফগানিস্তানের একাদশ: রহমানুল্লাহ গুরবাজ় (উইকেটকিপার), ইব্রাহিম জাদ্রান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মহম্মদ নবি, নাজিবুল্লাহ জাদ্রান, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, নবীন উল হক, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকি।
আরও পড়ুন: ABP Exclusive: ধোনি বিশ্বকাপ জিতেছে, ওর কৃতিত্ব আমার চেয়েও বেশি, দরাজ প্রশংসায় সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন