ODI World Cup 2023 Live: আমদাবাদে রোহিত ঝড়, পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিল ভারতীয় দল
ODI World Cup 2023, IND Vs PAK: বিশ্বকাপে ভারতের ম্যাচ ছাড়া গ্যালারিতে দর্শক কই? এমনকী, নিউজ়িল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে বা পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বৈরথে মেরেকেটে হাজার দশেক দর্শক।

Background
হলিউডের কিংবদন্তি সিনেমা ট্রয় (Troy) মনে আছে?
অ্যগামেমননের ওপর ক্ষুদ্ধ একিলিস তখন যুদ্ধ করতে নারাজ। তাঁকে বিশ্বের সেরা যোদ্ধা মনে করা হতো। অথচ ট্রয়ের যুদ্ধে কার্যত হাত-পা গুটিয়ে বসে রয়েছেন। একিলিসের হয়ে যুদ্ধ করতে গেলেন ভাইপো পেট্রোক্লাস। তাঁরই বর্ম আর শিরস্ত্রাণ পরে। ভুল বুঝে পেট্রোক্লাসকে হত্যা করলেন হেক্টর। যা জ্বালা ধরাল একিলিসের বুকে। যা দেখে অ্যাগামেমননের সেই বিখ্যাত উক্তি, 'এই ছোকরা আমাদের হয়ে যুদ্ধটা জিতিয়ে দিয়ে গেল।' তারপরই একিলিসের রণংদেহী মূর্তি আর প্রতিপক্ষ শিবিরের নিধন।
বিশ্বকাপের (ODI World Cup) মাঝে কেন ট্রয়ের গল্প দিয়ে একটা গোটা অনুচ্ছেদ লিখে ফেলা হল? তাও ভারত-পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের প্রিভিউ লিখতে বসে?
উত্তরটা জলবৎ তরলং। বিশ্বকাপে ১১টি ম্যাচ হয়ে গিয়েছে। ভারত-অস্ট্রেলিয়া ও ভারত বনাম আফগানিস্তান ম্যাচ ছাড়া গ্যালারিতে দর্শক কই? এমনকী, নিউজ়িল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে বা পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বৈরথে মেরেকেটে হাজার দশেক দর্শক। যা দেখে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, ওয়ান ডে ক্রিকেটের অন্তর্জলি যাত্রা কি শুরু হয়ে গেল ভারতের মাটি থেকেই?
Ind vs Pak Live Score: আটে আট
শ্রেয়স চার মেরে অর্ধশতরান পূর্ণ করার সঙ্গে সঙ্গেই ভারতকে জয়ও এনে দিলেন। ১১৭ বল বাকি থাকতে সাত উইকেট হাতে রেখে জয় পেল টিম ইন্ডিয়া। এটি ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অষ্টম জয়।
IND Vs PAK Live: শ্রেয়সের অর্ধশতরান
৬২ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার।






















