(Source: ECI/ABP News/ABP Majha)
AFG Vs PAK, Innings Highlights: বাবরের ব্যাটে ফিরল রান, আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান তুলল ২৮২/৭
ODI World Cup 2023: চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আফগানিস্তানের (PAK vs AFG) বিরুদ্ধে তিন নম্বরে নেমে ৭৪ রান করলেন পাক অধিনায়ক।
চেন্নাই: বিশ্বকাপে (ODI World Cup) তিনি রান পাচ্ছিলেন না। যা নিয়ে সমালোচনাও কম হয়নি। বলা হচ্ছিল, বিরাট কোহলি যখন রানের ফোয়ারা ছোটাচ্ছেন, সেখানে তাঁর ব্যাটিং ব্যর্থতা পাকিস্তানকে বিপাকে ফেলছে।
চাপের মুখে অবশেষে ঘুরে দাঁড়ালেন বাবর আজ়ম। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আফগানিস্তানের (PAK vs AFG) বিরুদ্ধে তিন নম্বরে নেমে ৭৪ রান করলেন পাক অধিনায়ক। হাফসেঞ্চুরি ওপেনার আবদুল্লা শফিকেরও। ৫৮ রান করলেন তিনি। শেষ দিকে চালিয়ে খেলে রান পেলেন শাদাব খান ও ইফতিকার আমেদও। ৩৮ বলে ৪০ রান করলেন শাদাব। ২৭ বলে ৪০ রান ইফতিকার আমেদের। দুজনকেই শেষ ওভারে ফেরান নবীন উল হক। সব মিলিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাকিস্তান তুলল ২৮২/৭।
Iftikhar and Shadab unleash fireworks, propelling Pakistan to 282-7 after Babar and Abdullah's composed half-centuries! 💥
— Pakistan Cricket (@TheRealPCB) October 23, 2023
Over to the bowlers in the second innings 🎯#PAKvAFG | #DattKePakistani pic.twitter.com/WA0KR8AmE0
পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ চেন্নাইয়ে। যে মাঠে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকে। আর প্রতিপক্ষ আফগান শিবিরের সেরা শক্তি রশিদ খান, মহম্মদ নবি ও মুজিব উর রহরমানের স্পিন ত্রয়ীই। যে কারণে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া নিয়ে দুবার ভাবেননি বাবর। দ্বিতীয় ইনিংসে আরও শুকনো হয়ে যাওয়া উইকেটে আফগান স্পিনারদের খেলার ঝুঁকি নিতে চায়নি পাক শিবির। সে যতই ওয়ান ডে ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের ৭-০ জয়ের রেকর্ড থাকুক না কেন।
পাক ওপেনারেরা ইনিংসের শুরুটা ভাল করেন। ১০.১ ওভারে ৫৬ রান যোগ করেন ইমাম উল হক ও আবদুল্লা শফিক। তবে ইমামকে (১৭ রান) ফিরিয়ে পাক শিবিরে প্রথম ধাক্কাটা দেন আজ়মাতুল্লাহ ওমরজ়াই। এরপর বাবর ও শফিক ইনিংসের হাল ধরেন। ৫৮ রান করে ফেরেন শফিক। বাবর ফেরেন ৭৪ রানে। আফগান বোলারদের মধ্যে ৩ উইকেট নূর আমেদের। ২ উইকেট নবীন উল হকের। একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ নবি ও ওমরজ়াই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন