ODI World Cup 2023: শুরু বিশ্বকাপে ভারত ছাড়া অন্য দেশের ম্যাচের টিকিট বিক্রি, ওয়াংখেড়ে হাউসফুল!
ICC ODI WC 23: বৃহস্পতিবার গ্রুপ পর্বে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ছাড়া বাকি তিন ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। সব টিকিট মুহূর্তের মধ্যে নিঃশেষ।
নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ (ODI World Cup)। হাতে আর দেড় মাসও সময় নেই। বৃহস্পতিবার ভারত ছাড়া অন্য দেশের ম্যাচ টিকিট বিক্রি শুরু হয়ে গেল অনলাইনে। আর প্রথম দিনই ক্রিকেটপ্রেমীরা ইঙ্গিত দিলেন যে, ওয়ান ডে বিশ্বকাপ দেখতে কীরকম মুখিয়ে রয়েছেন সকলে।
এমনকী, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনটি ম্যাচের টিকিট নিঃশেষ হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। অনলাইনে টিকিট বিক্রির দায়িত্বে রয়েছে যে সংস্থা, সেই বুক মাই শো ওয়াংখেড়ের ম্যাচ টিকিটের পাশে সোল্ড আউট লিখে দিয়েছে।
এবারের বিশ্বকাপে একটি সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ পেয়েছে ওয়াংখেড়ে। যার মধ্যে গ্রুপ পর্বে রয়েছে চারটি ম্যাচ। যার মধ্যে ভারতের ম্যাচ একটি। শ্রীলঙ্কার বিরুদ্ধে। যে দলের বিরুদ্ধে ১২ বছর আগে এই মাঠেই ফাইনাল খেলেছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। বিশ্বচ্যাম্পিয়নও হয়েছিল।
বৃহস্পতিবার গ্রুপ পর্বে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ছাড়া বাকি তিন ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। ২১ অক্টোবর ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ, ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচ ও ৭ নভেম্বর অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচের সব টিকিট মুহূর্তের মধ্যে নিঃশেষ।
Racing around the Bahrain International Circuit in style 🏎️🏆⚡️ #CWC23 pic.twitter.com/hSGmzOEMRE
— ICC Cricket World Cup (@cricketworldcup) August 23, 2023
বেঙ্গালুরুর দুই ম্যাচের টিকিটও নিঃশেষ। ২০ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ও ৪ নভেম্বর নিউজ়িল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের টিকিট সব বিক্রি হয়ে গিয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপের টিকিটিং প্ল্যাটফর্ম হিসেবে বুক মাই শো-র নাম ঘোষণা করে। যদিও একসঙ্গে সব ম্যাচের টিকিট পাওয়া যাবে না অনলাইনে। বরং প্রস্তুতি ম্যাচ-সহ ৫৮ ম্যাচের দীর্ঘ টুর্নামেন্টের জন্য ধাপে ধাপে টিকিট ছাড়া হবে।
আরও পড়ুন: কোহলি-গেলদের খেলে যাওয়া মাঠে নেশার আসর! কাঠগড়ায় ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন