SL vs AFG Preview: সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয় মহার্ঘ, সোমবার বিশ্বকাপে লড়াই শ্রীলঙ্কা ও আফগানিস্তানের
ODI World Cup: শ্রীলঙ্কা ও আফগানিস্তান - দুই দেশের ৫ ম্যাচের শেষে ঝুলিতে ৪ পয়েন্ট করে রয়েছে। বাকি চার ম্যাচের চারটিই জিতলে সেমিফাইনালের দরজা খুলে যেতে পারে।
পুণে: চলতি বিশ্বকাপ (ODI World Cup) যেন অঘটনের টুর্নামেন্ট হয়ে দাঁড়িয়েছে। যেখানে একাধিক অপ্রত্যাশিত ফল সব হিসেব নিকেশ পাল্টে দিচ্ছে। সেমিফাইনালে একমাত্র ভারত ও দক্ষিণ আফ্রিকাকে কার্যত নিশ্চিত দেখাচ্ছে। বাকি দুটি জায়গার দৌড়ে রয়েছে বেশ কয়েকটি দল। যাদের মধ্যে অন্যতম শ্রীলঙ্কা ও আফগানিস্তান (SL vs AFG)।
শ্রীলঙ্কা ও আফগানিস্তান - দুই দেশের ৫ ম্যাচের শেষে ঝুলিতে ৪ পয়েন্ট করে রয়েছে। বাকি চার ম্যাচের চারটিই জিতলে সেমিফাইনালের দরজা খুলে যেতে পারে। তবে অপেক্ষা করে থাকতে হবে বাকি ম্যাচের ফলের জন্যও। রান রেটে এগিয়ে থাকায় আফগানিস্তানের চেয়ে অপেক্ষাকৃত ভাল জায়গায় শ্রীলঙ্কা। আর এই পরিস্থিতি সোমবার আফগানিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা।
এমনকী, শেষ চার ম্যাচের তিনটি জিতলেও ১০ পয়েন্টে শেষ করবে দুই দলই। যা শেষ চারের স্বপ্নকে আরও জোরাল করতে পারে। তবে বাকি চার ম্যাচের মধ্যে আফগানদের খেলতে হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শ্রীলঙ্কার পরীক্ষা বাকি ভারত ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে।
আর সেই কারণেই সোমবারের ম্যাচ এত গুরুত্বপূর্ণ। যে দল জিতবে, সেমিফাইনালের সম্ভাবনা আরও বাড়বে। যারা হারবে, শেষ চারের দৌড়ে পিছিয়ে পড়বে। ইংল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে চনমনে আফগান শিবির। এই দুই জয় শিবিরের মনোভাবই পাল্টে দিয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে যেতে বসেছিল শ্রীলঙ্কা। তবে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে পরপর হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে দ্বীপরাষ্ট্র।
গত এক বছরে দুই দল একে অন্যের বিরুদ্ধে ৬টি ওয়ান ডে খেলেছে। একে অপরের শক্তি ও দুর্বলতা নিয়ে তাই দুই শিবিরই ভালই ওয়াকিবহাল। তবে সেই ৬ ম্যাচের মধ্যে ৪টি জিতেছে শ্রীলঙ্কায। এশিয়া কাপে অবশ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে কার্যত জেতা ম্যাচ হেরেছিল আফগানিস্তান।
আফগানিস্তানের চিন্তা রশিদ খানের ফর্ম। টি-টোয়েন্টির বিধ্বংসী ছন্দ ওয়ান ডে-তে বল হাতে দেখা যাচ্ছে না। ৫ ম্যাচে মাত্র ৬টি উইকেট নিয়েছেন তারকা লেগস্পিনার। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে বরাবর ভাল রেকর্ড রশিদের। সোমবারও ছন্দ ধরে রাখতে পারলে চিন্তায় পড়বে শ্রীলঙ্কা।
আরও পড়ুন: ইডেনে কমলা ঝড়, বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজিয়ে মন জিতল নেদারল্যান্ডস
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন