Ganguly On Maxwell: ম্যাক্সওয়েলের ইনিংস দুর্দান্ত, তবে সর্বকালের সেরা মানতে নারাজ সৌরভ
ODI World Cup: ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিকে ওয়ান ডে ক্রিকেটের সর্বকালের সেরা মানতে নারাজ জাতীয় দলের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক।
সন্দীপ সরকার, কলকাতা: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১২৮ বলে তাঁর অপরাজিত ২০১ রানের তাণ্ডব এখনও ঘোরের মধ্যে রেখেছে ক্রিকেটবিশ্বকে। গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) নামে জয়োধ্বনি উঠছে সর্বত্র। সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তি তো বলেই দিয়েছেন যে, ম্যাক্সওয়েলের ইনিংসই ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা।
ম্যাড-ম্যাক্স ঝড়ে আচ্ছন্ন সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। তবে ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিকে ওয়ান ডে ক্রিকেটের সর্বকালের সেরা মানতে নারাজ জাতীয় দলের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক।
বুধবার থেকে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্রস্তুতি শিবির। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। আর রিকি পন্টিং (Ricky Ponting) দলের কোচ। গত আইপিএলে ভরাডুবির পর এবার আগাম প্রস্ততিতে নেমে পড়েছে দল। আর সেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয়েছে কলকাতার মাটি থেকেই। বুধবার থেকে চারদিনের একটি প্রস্তুতি শিবিরের আয়োজন করেছে দিল্লি ক্যাপিটালস। সেই শিবিরের দ্বিতীয় দিন যোগ দিলেন ঋষভ পন্থও।
দ্বিতীয় দিনের প্রস্তুতি শিবিরের শেষে সৌরভ বলেন, 'ম্যাক্সওয়েল দুর্দান্ত ইনিংস খেলেছে। এক পায়ে ওইরকম ক্র্যাম্প। তার পরেও যেভাবে দলকে জিতিয়েছে, অবিশ্বাস্য সমস্ত শট খেলেছে, অসাধারণ।' এই ইনিংসই কি ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা? সৌরভ বলছেন, 'অন্য়তম সেরা। তবে সর্বকালের সেরা বলব না। সচিনের দারুণ কিছু ইনিংস রয়েছে। বিরাটের খুব ভাল কিছু ইনিংস রয়েছে।'
বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল দেখতে চান সৌরভ। বলেছেন, 'আমি চাই পাকিস্তান সেমিফাইনালে উঠে ভারতের মুখোমুখি হোক। বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ হতে পারে না।'
যতই আইপিএল প্রস্তুতি হোক, বিশ্বকাপের ভরা বাজারে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেটকে সামলাতে হল রোহিতদের নিয়ে প্রশ্নবাণ। আপনাদের টানা ৮ জয়ের নজির স্পর্শ করেছেন রোহিতরা... সৌরভ বলছেন, 'জানি। ২০০৩ বিশ্বকাপে আমরাও টানা আট ম্যাচ জিতেছিলাম। রোহিতরা দারুণ খেলছে। ট্রফি জয়ের দৌড়ে ফেভারিট ওরাই।'
গত কয়েকটি আইসিসি প্রতিযোগিতায় সেমিফাইনাল বা ফাইনালে হেরে গিয়েছে ভারত। এবার কি একটু আগেই সেরা ছন্দে পৌঁছে গিয়েছে ভারত? সৌরভ হেসে বলছেন, 'বিশ্বকাপ জিততে গেলে কেউই চাইবে না কোনও ম্যাচ হেরে জিতুক। আমি থাকলে আমিও চাইতাম সব ম্যাচ জিতি। সব ম্যাচ জিতলেই তো শীর্ষে থেকে সেমিফাইনালে যাবে। ভারত ৮ ম্যাচ জিতে গিয়েছে। আর বাকি রয়েছে তিন ম্যাচ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। সেমিফাইনাল ও ফাইনাল। এই তিন ম্যাচেও জিতবে ভারতই। অপরাজিত থেকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে রোহিতদের।'
আরও পড়ুন: ABP Exclusive: পন্থকে নিয়ে উচ্ছ্বাস কলকাতার ক্রিকেটপ্রেমীদের, কী বললেন সৌরভ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন